ভারতের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএল শুরু হতে বেশি দেরি নেই। মার্চের ২২ তারিখে মাঠে গড়াবে এই মৌসুমের আইপিএল। তবে তার আগে চলছে আইপিএলের নারী সংস্করণের আসর। আর এই নারী আসরের এক ম্যাচেই হয়ে গেল অভূতপূর্ব ঘটনা। সোমবার (৪ মার্চ) নারী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার অ্যালিসা পেরির ছক্কায় ভাঙল বাউন্ডারির লাইনের পাশে রাখা বিজ্ঞাপনের গাড়ির কাচ।
নারী আইপিএলে ব্যাঙ্গালুরুর ও ইউপি ওয়ারিয়র্সের ম্যাচে তিনে ব্যাট করতে নামেন এই অজি অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রানের আগ্রাসী এক ইনিংসে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। ম্যাচে ৪টি চারের পাশাপাশি ৪টি ছক্কাও মারেন তিনি। তার চার ছক্কার একটি গিয়ে লাগে মাঠের বাইরের গাড়িটির কাচে। তাতেই ভেঙে যায় গাড়িটির কাচ। ঘটনার আকস্মিকতায় পেরি নিজেও অবাক হয়ে যান। তার দলের খেলোয়াড়রাও অবাক হয়ে যান। পেরির ছয় মারার পরের রিঅ্যাকশন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
Queen Perry massbreaks the glass #EllysePerry pic.twitter.com/nK8ja309C6
— Hank (@Hanky_bb) March 4, 2024ব্যাঙ্গালুরুর ইনিংসের ১৯তম ওভারের ঘটনা অবশ্য এটি। ৩৩ বছরের ব্যাটার তার বল লং অনে তুলে মারেন। ৮০ মিটার দূরে রাখা গাড়িটির জানালায় সরাসরি গিয়ে লাগে বলটি। কাচ ভাঙতেই মাথায় হাত দেন পেরি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ম্যাচের পরে অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে মজা করতে দেখা যায় পেরিকে। যেখানে বিশ্বের অন্যতম সেরা এই নারী ক্রিকেটার আশা করেন যে গাড়িটির ইন্স্যুরেন্স যাতে করা থাকে আর তাকে যেন জরিমানা না করা হয়।
এবারের নারীদের আইপিএলে এদিন পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল স্মৃতি মান্ধানার বেঙ্গালুরু। প্রথম চার ম্যাচের দুটিতে জয় পেয়েছেন তারা। হেরে গেছেন দুটি ম্যাচ।
মন্তব্য করুন