

নারী আইপিএল ২০২৬-এর নিলামে ছিল বাংলাদেশের তিন ক্রিকেটারের নাম। কিন্তু প্রত্যাশার সেই আলো ফিরল না কোনো মুখেই। পেসার মারুফা আক্তার ও অলরাউন্ডার রাবেয়া খান—দু’জনকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সম্ভাব্য তালিকায় ছিলেন স্বর্ণা আক্তারও, তবে তিনজনের কেউই শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারলেন না।
দিল্লিতে অনুষ্ঠিত এ নিলামে প্রথম থেকেই নজর ছিল মারুফার দিকে। নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেওয়া এই তরুণ পেসারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে প্রথম রাউন্ডে তার নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে যেতে হয় তাকে।
রাবেয়া খানকে তোলা হয় নিলামের শেষ দিকে। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও আইপিএলের কোনো দল বাজি ধরেনি তার ওপর। একই ভাগ্য স্বর্ণারও—নিবন্ধিত ২২৭ ক্রিকেটারের তালিকার প্রায় শেষদিকে থাকায় তার নাম তোলার সম্ভাবনাই ছিল কম, এবং শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে নিলামের আলো কেড়ে নেন ভারত এবং নিউজিল্যান্ডের শীর্ষ তারকারা। মার্কি ক্যাটাগরিতে অ্যামেলিয়া কারকে ৩ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই। আর সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটার দীপ্তি শর্মা—৩ কোটি ২০ লাখ রুপিতে ‘রাইট টু ম্যাচ’ ব্যবহার করে তাকে ফেরায় ইউপি ওয়ারিয়র্স। একই দলে থাকছেন ম্যাগ ল্যানিং ও সোফি একলেস্টনও।
বাংলাদেশি তিন ক্রিকেটারকে এবার সুযোগ না মিললেও অ্যাক্সিলারেটেড রাউন্ডে ফ্র্যাঞ্চাইজিগুলো অতিরিক্ত নাম তোলার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি বদলাতে পারে। তবে বর্তমান হিসাব বলছে—নারী আইপিএল ২০২৬-এর মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখার সম্ভাবনা ক্ষীণই।
মন্তব্য করুন