স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড?

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে প্রাথমিক দল পাঠানোর শেষ দিন বুধবার (১ মে)। এরই মধ্যে ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দল ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড।

চূড়ান্ত ঘোষণা না দিলেও আইসিসির কাছে বাংলাদেশের স্কোয়াড পাঠিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেল। দলে কারা আছেন তা অনেকটা অনুমান করা গেলেও বেশ কয়েকজন ক্রিকেটারের স্কোয়াডে থাকা-না থাকা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রস্তুতির লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সে সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, এই দল থেকে তৈরি করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। ১ মে’র মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের দল পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে চাইলে কোনো কারণ ছাড়াই, ইচ্ছে মতে ২৫ মের মধ্যে পাল্টে ফেরা যাবে পুরো স্কোয়াড।

এ জন্য প্রয়োজন পড়বে না আইসিসির অনুমতির। এই সুযোগটা কাজে লাগাতে চায় বিসিবি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ইনজুরি কাটিয়ে প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন এ অলরাউন্ডার।

বিশ্বকাপের প্রাথমিক দলে তার নাম থাকার গুঞ্জন রয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশামাফিক পারফরম্যান্স করতে পারলে জায়গা হবে বিশ্বকাপগামী বিমানে। একই অবস্থা তানজিদ হাসান তামিমের। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এ ব্যাটারকে রাখা হয়েছে প্রাথমিক দলে।

ইনজুরির কারণে সৌম্য সরকার না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। ভালো করলে জায়গা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তামিমের মতো অপেক্ষায় আছেন পারভেজ হোসেন ইমন। তবে বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে তার নাম থাকার সম্ভাবনা বেশি।

বিশ্বকাপের প্রাথমিক দলে মাহমুদউল্লাহ রিয়াদের নাম থাকছে এটা নিশ্চিত। কারণ ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্সের কারণে খানিকটা এগিয়ে আছেন তিনি। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের স্কোয়াডে থাকা নিশ্চিত।

চতুর্থ পেসারের জায়গার জন্য লড়াইয়ে আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন স্পিনবান্ধব হওয়ার সম্ভাবনা বেশি। তাই স্কোয়াডে থাকতে পারেন তিন স্পিনার।

বিবেচনায় রাখা হয়নি মেহেদী হাসান মিরাজকে। তাই স্কোয়াডে থাকতে পারেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তবে সাকিব আল হাসান বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন বলে, একজন স্পিনার কম নেওয়ার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে তানভীরের।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম।

রিজার্ভ : পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন ধ্রুব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছে করেই কি ফাইনালে পেনাল্টি মিস করেছিলেন দিয়াজ?

নকল পেট্রোল চেনার সহজ কিছু উপায়

তারেক রহমানের কাছে ভাই হত্যার বিচার দাবি

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র  

মালয়েশিয়ায় নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

অবশেষে গ্রেপ্তার সেই সিরিয়াল কিলার, পুলিশ দিল লোমহর্ষক বর্ণনা

আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের

টানা দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার নজির ব্রাজিলের

বিদেশি নাগরিকত্বের অভিযোগ ভিত্তিহীন-গুজব : এম এ কাইয়ুম

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল, এলাকায় মিষ্টি বিতরণ

১০

আগামীতে বয়জ্যেষ্ঠদের আর নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ মুন্নার

১১

সিইসিকে স্মারকলিপি / নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিতের দাবি

১২

এবার মিথলজিক্যাল সিনেমায় অক্ষয় খান্না

১৩

বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা কার্যত শূন্য!

১৪

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৫

মহাসড়কে শতাধিক গ্যাস সিলিন্ডার, বিভাজকে থেঁতলানো লাশ

১৬

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

১৭

চানখাঁরপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

১৮

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সৈয়দা জুয়েলী

১৯

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

২০
X