স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

চমক হতে পারেন মিরাজ!

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

কোটি টাকার প্রশ্ন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকবেন কারা? চাইলে সম্ভাব্য ১৫ জনের নাম বলে দেওয়া যাবে! তবে তাসকিন আহমেদের ইনজুরিতে হিসাব কিছুটা পাল্টে গেছে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্ধারণে আইসিসির বেঁধে দেওয়া সময় ২৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৪ মে) দুপুরে সেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা জাতীয় দল নির্বাচক কমিটির। ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রেখে ঘোষণা করা হতে পারে সেই স্কোয়াড। এখান থেকে বেছে নেওয়া হবে বিশ্বকাপের ১৫ ক্রিকেটার।

তাসকিন যুক্তরাষ্ট্র সিরিজে খেলতে পারবেন না এটা নিশ্চিত। তবে বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন ডানহাতি এই ফাস্ট বোলার। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য চমক হতে পারেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের নির্বাচিত ১৭ জনের তালিকায় ছিলেন না এই অফ স্পিন অলরাউন্ডার। তবে যুক্তরাষ্ট্র সিরিজ তো বটেই, প্রয়োজনে বিশ্বকাপেও রাখা হতে পারে মিরাজকে।

বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য ১৭-১৮ জনের দলে থাকতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। গত বছর জুলাইতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন মিরাজ, প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

বিশেষ করে টপ অর্ডারে একমাত্র ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসের ফর্মহীনতার কারণে বিবেচনায় এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরেও একই ভূমিকায় ছিলেন মিরাজ। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে নামতে হয়েছে তাকে।

মূলত অফ স্পিন বোলারের চেয়ে টপ অর্ডার ব্যাটার হিসেবে গুরুত্ব পাচ্ছেন মিরাজ। সেক্ষেত্রে সাকিব আল হাসান ছাড়াও স্পিন বিভাগে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনের সঙ্গে থাকতে পারেন তানভীর ইসলাম।

পেস আক্রমণে তাসকিন-হাসান মাহমুদের সঙ্গে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবও যেতে পারেন যুক্তরাষ্ট্রে। তাসকিন চোটে পড়ায় বিকল্প হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও তার বোলিংয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট।

ডানহাতি এ বোলারের গতি আর বোলিংয়ের ধরন, বিশ্ব আসরে কতটা কার্যকর হবে, তা নিয়ে ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বাজে ফর্মের পরও তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের সঙ্গে টপ অর্ডারে জায়গা হতে পারেন লিটন দাস।

মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকের সঙ্গে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা এক প্রকার নিশ্চিত। সব ঠিক থাকলে ২০২১ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে।

এদিকে যুক্তরাষ্ট্রগামী বিমানে জায়গা নাও হতে পারে ওপেনার পারভেজ হোসেন ইমনের। আর আফিফ হোসেনেও থাকার সম্ভাবনা অনেক কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X