স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্য ওয়ানডে ছাড়ছেন স্টার্ক!

মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত
মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। প্রায় ২৫ কোটি টাকায় নিলামে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। অবশ্য চড়া মূল্য দিয়ে কিনলেও কলকাতাকে এবারের আইপিএল শিরোপা জিতিয়ে ঠিকই নিজের নামের প্রতি সুবিচার করেছেন এই অজি ফাস্ট বোলার। শিরোপা জিতিয়ে অবশ্য অজি ক্রিকেট ভক্তদের দুঃসংবাদই দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার অজিদের হয়ে ক্রিকেটের একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। যেটি ওয়ানডে হওয়ার সম্ভাবনা বেশি। তবে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন তার একটি ফরম্যাট ছাড়ার কারণও। স্টার্কের ধারণা, ওয়ানডে ছাড়লে আরও লম্বা সময় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে পারবেন তিনি। স্টার্কের এই সরল উক্তি অবশ্য নতুন একটি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি টাকার জন্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছেন তিনি?

রোববার (২৬ মে) আইপিএলের ১৭তম আসরের ফাইনালে বিজয়ী হয়েছে মিচেল স্টার্কের দল কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন এই অজি বোলার। শুরুতে ২ উইকেট নিয়ে কলকাতার জয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়ে কলকাতা আইপিএল শিরোপাও ঘরে তোলে। এরপরই এই দুঃসংবাদ দেন তিনি।

ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেষ ৯ বছরে আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি। নিজের শরীরকে বিশ্রাম দেওয়া, ক্রিকেট ছেড়ে একটু দূরে থেকে স্ত্রীর সঙ্গে সময় কাটানো, এসবের সুযোগ নিজেকে দিয়েছি। গত ৯ বছর ধরে আমার ভাবনাজুড়ে এসবই ছিল। সামনে তাকিয়ে… দেখুন, ক্যারিয়ারের শুরুর চেয়ে এখন আমি বরং শেষেরই বেশি কাছাকাছি আছি। তাই হয়তো একটি ফরম্যাট বাদ দিতে হতে পারে। অন্যদিকে পরের ওয়ানডে বিশ্বকাপের এখনো অনেক সময় বাকি। এই সংস্করণ চালিয়ে যাব কি না… এটা হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি খেলার দুয়ার খুলে দেবে আমার জন্য।’

স্টার্কের এই সরল স্বীকারোক্তি হয়তো শুধুই নিজের বয়স বিবেচনা করেই দেওয়া। কারণ যাইহোক তিনি আসলেও ক্যারিয়ারের শেষপ্রান্তে। সামনের বিশ্বকাপের অজি দলে তার জায়গা হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। তাই হয়তো তিনি এই ফরম্যাট ছাড়তে চাচ্ছেন।

আবার এই কথাও অস্বীকার করার উপায় নেই যে, বর্তমান ক্রিকেটে সবচেয়ে বেশি টাকা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তাই ক্যারিয়ারের পড়ন্ত সময়ে টাকা উপার্জনের দিকেই বেশি নজর এই অজি ফাস্ট বোলারের।

এছাড়াও আর কয়দিন পরই মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। তার আগেই কলকাতার হয়ে ছন্দে ফেরা স্টার্ক নিশ্চিয়ই অজি শিবিরকে ভরসা জোগাবে। অন্যদিকে ৯ বছর পর আইপিএলে ফেরা স্টার্ক জানান, ‘এতদিন পর ফেরা দারুণ ছিল। এই টুর্নামেন্টে অসাধারণ সব ক্রিকেটারের সঙ্গে লড়ে বিশ্বকাপের জন্যও বাড়তি প্রস্তুতি হবে। বিশ্বকাপের আগে সেটি দুর্দান্ত এক ব্যাপারই বলা যায়।’

ওয়ানডে ফরম্যাট ছাড়তে চাওয়া স্টার্ক পরের বছর আইপিএলেও ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি জানান, ‘পরের বছর এখনো জানি না, আগে সূচি দেখতে হবে… তবে এবার উপভোগ করেছি। পরের বছরও ফিরতে মুখিয়ে থাকব এবং আশা করি, বেগুনি-সোনালিতেই (কলকাতার জার্সি রং) আবার আমাকে দেখা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X