স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

কোচদের নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা

কোচদের নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অদ্ভুত এক সমস্যায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা ট্রফি জয়ের জন্যই এবার মাঠে নামবে।

মূল আসর শুরুর আগে নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। এই দুই প্রস্তুতি ম্যাচ নিয়েই হয়েছে যত সমস্যা। বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় প্লেয়ার নেই তাই মিচেল মার্শদের জন্য তাদের কোচদের নামতে হতে পারে মাঠে।

অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি দলের অনেক খেলোয়াড়ই সদ্য শেষ হওয়া আইপিএলে খেলেছেন। তার মধ্যে আইপিএলের প্লে অফ ও ফাইনাল খেলা অজি ক্রিকেটাররা ঠিক সময়ে দলের সঙ্গে যুক্ত হতে পারছেন না।

যার ফলে প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের ৯ জনের বেশি খেলোয়াড় পাচ্ছে না ২০২১ সালের আসরের শিরোপাজয়ীরা। যে কারণে নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশ গড়তে কোচিং স্টাফদের মাঠে নামা লাগতে পারে।

রোববার (২৬ মে) শেষ হয়েছে আইপিএল। যার ফাইনালে ছিলেন তিন অজি। এর আগের প্লে অফেও খেলেছেন আরও দুই ক্রিকেটার। এই পাঁচ ক্রিকেটার দীর্ঘসময় ক্রিকেটের মধ্যে থাকায় তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সতেজ হতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ছুটি দিয়েছে। অবশ্য ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিবেন তারা।

এ নিয়ে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘ওরা অনেকদিন ক্রিকেটের মধ্যেই ছিল। শেষ কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলেতে হয়েছে তাদের। তাই ক্লান্তি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তারা যাতে সতেজ মনে যোগ দিতে পারে সেজন্য তাদের ছুটি দেওয়া হয়েছে । শেষ পর্যন্ত আমরা সবাকই পাব, তবে ওদের বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা মাত্র কয়েক দিন হলেও।’

ফলে এ কারণে ১৫ জনের জায়গায় মাত্র ৯ জন রয়েছে তাদের তাই ২৯ ও ৩১ মে’র ম্যাচে একাদশ গড়তে কোচিং স্টাফদের মাঠে নামাতে হতে পারে অজিদের।

প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সাপোর্ট স্টাফ ব্রাড হজ, নির্বাচক জর্জ বেইলি ও সহকারী কোচ আন্দ্রে ব্রোভেককে তাই আবারও ব্যাট-প্যাড পড়ে একবার নামাতে হতে পারে।

তবে সহকারী কোচ ডেনিয়েল ভেট্টরি কিউই হওয়ায় তার মাঠে নামার সুযোগ নেই। অবশ্য আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করা এ কোচকেও কিছু দিনের ছুটি দেওয়া হয়েছে।

এদিকে অজি অধিনায়ক মার্শ ছিলেন আবার ইনজুরিতে। পুরোপুরি এখনো ফিট নন তবে তবুও দুটি প্রস্তুতি ম্যাচই খেলবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

বেগম খালেদা জিয়া / গৃহিণী থেকে দেশনেত্রী এবং জাতির আত্মগৌরবের এক অনিবার্য প্রতীক

নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

১০

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

১১

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

১২

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, সভাপতি বুলবুল, সম্পাদক উজ্জ্বল

১৩

খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

১৪

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে?

১৫

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

১৬

টেকনাফে ৬ শিশুকে অপহরণ, কৌশলে পালাল দুজন

১৭

তরুণ ভোটারদের ভোটদানের আহ্বান আমিনুল হকের

১৮

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

১৯

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

২০
X