জিততে হলে শেষ দিনে ভারতকে করতে হতো বিশ্বরেকর্ড। সেই অসম্ভবকে সম্ভব করতে পারেনি রোহিত শর্মা শিবির। বরং অস্ট্রেলিয়ার কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পন করল টেস্ট র্যাঙ্কিং এর সেরা দলটি। রোববার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের শেষ দিনে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে একমাত্র দল হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) শিরোপা জিতল অস্ট্রেলিয়া।
রবিবার ফাইনাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিততে ভারতের দরকার ছিল ২৮০ রান, হাতে ছিল ৭ উইকেট। ক্রিজে তখন ভারতের সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি (৪৪) ও অজিঙ্কা রাহানে (২০) । তখনও ভারত স্বপ্ন দেখছিল অসম্ভবকে সম্ভব করার। পুরো ক্রিকেট বিশ্ব রোমাঞ্চকর যে শেষ দেখার অপেক্ষায় ছিল আগের দিন, শেষ দিনে তেমন কিছুই হলো না। ৪৪৪ রানের টার্গেটে খেলতে নেমে ভারত অল আউট হয় ২৩৪ রানে।
১৬৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে রোহিত শর্মা শিবির। ভারতীয় দলের চোখে তখনও অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন। এক ওভারের মধ্যে সেই স্বপ্নের ইতি টানেন অজি পেসার স্কট বোলান্ড। এক ওভারের মধ্যেই ফেরান কোহলি (৪৯) ও জাদেজাকে (০)।
এরপর উইকেটকিপার শ্রীখর ভারতকে নিয়ে ম্যাচ বাচানোর বৃথা চেস্টা করেন অজিঙ্কা রাহানে। তাদের দুইজনের ছোট জুটি একটু হলেও স্বস্তি দিয়েছিল ভারতীয় শিবিরকে। তবে মিচেল স্টার্ককে কাট করতে গিয়ে ৪৬ রানে ফিরেন রাহানে।
এরপরে শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। রাহানের পর একে একে প্যাভিলিয়নে ফিরেন শর্দাল ঠাকুর ও উমেশ যাদব। শ্রীখর ভারত নবম ব্যাটসম্যান হিসেবে নাথান লায়নের শিকার হওয়ার পর বাকি থাকে শুধু আনুষ্ঠানিকতার। সেটি অজি স্পিনার নাথান লায়ন মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে সম্পন্ন করেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেটও নিয়েছেন তিনি। তবে ফাইনালের সেরা কিন্তু এই স্পিনার নন, প্রথম ইনিংসে ১৬৩ রান করা ট্রাভিস হেডকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
এর আগে ওভালের ফাইনাল টেস্টে প্রথম ইনিংসে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরির উপর ভর করে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রানের। এত রান তাড়া করে টেস্টে জয়ের রেকর্ড এখন পর্যন্ত নেই। ভারত দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ২৩৪ রানে। ভারতের সঙ্গে দাপুটে এই জয়ে অ্যাশেজের আগে ইংল্যান্ডকে একটা সতর্ক বার্তাও দিয়ে রাখল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৬৯/১০ (স্মিথ ১২১, হেড ১৬৩, সিরাজ ৪/১০৮) এবং ২৭০/৮ (ক্যারি ৬৬, স্টার্ক ৪১, জাদেজা ৩/৫৮)।
ভারত: ২৯৬/১০ ( রাহানে ৮৯, জাদেজা ৪৮, কামিন্স ৩/৫৮) এবং ২৩৪/১০ (কোহলি ৪৯, রাহানে ৪৬, লায়ন ৪/৪১)।
ফলাফল: অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: ট্রাভিস হেড
মন্তব্য করুন