নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি রোববার (৯ জুন) নীল আর সবুজ রঙে আবৃত্ত থাকবে। আর এই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
৩৪ হাজার সৌভাগ্যবান ক্রিকেট ভক্ত, যারা এ ম্যাচে সোনার হরিণ টিকিট পেয়েছেন তারা স্টেডিয়ামে বসে খেলা দেখবে। কিন্তু বিশ্বের কোটি কোটি সমর্থকদের ভরসা টেলিভিশন, মোবাইল আর ট্যাব।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ম্যাচে ফেবারিট ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় তারা। অন্যদিকে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।
টিভিতে যেভাবে দেখবেন
যুক্তরাষ্ট্র : উইলো টিভি অস্ট্রেলিয়া : অ্যামাজন প্রাইম ভিডিও নিউজিল্যান্ড : স্কাই স্পোর্ট ভারত : স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টস পাকিস্তান : পিটিভি ও টেন স্পোর্টস শ্রীলঙ্কা : মহারাজা টিভি বাংলাদেশ : নাগরিক টিভি
অনলাইনে যেভাবে দেখা যাবে
যুক্তরাষ্ট্রের দর্শকগণ ফুবোটিভিতে খেলতে পারবেন ভারত-পাকিস্তান ম্যাচ। সাত দিনের ফ্রি ট্রায়ালে বিনামূল্যে দেখতে পারবেন দুই দলের মহারণ। বিনামূল্যের ট্রায়াল শেষ হওয়ার আগে তা বাতিল করে চার্জ এড়াতে পারবেন।
আপনার যদি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) থাকে তবে আপনি ডিজনি+ হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। ভারতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে।
আপনার ‘এক্সপ্রেসভিপিএন’ থাকলে, যা আপনাকে বিনামূল্যে ডিজনি+ হটস্টারে লাইভস্ট্রিম অ্যাক্সেস নিতে পারবেন। এ ছাড়া টফি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ।
মন্তব্য করুন