ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে টস করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ছিল ভারত-ইংল্যান্ড ম্যাচের। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে টস মাঠে গড়ায়নি এখন পর্যন্ত।
ভারত-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল আগে থেকেই। আবহাওয়ার সেই পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ঝরেছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। বৃষ্টি এখন কমে গেলেও মাঠের কভার এখনো তোলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই উঠিয়ে ফেলা হবে এই কভার এবং মাঠে গড়াবে খেলা।
এদিকে, বৃষ্টির কারণে খেলা পরিচালনা করা সম্ভব না হলে ফাইনালের টিকিট পাবে ভারত। কারণ সেক্ষেত্রে আগের রাউন্ডের পয়েন্ট হিসাব করা হবে। ভারত সুপার এইট খেলেছে এক নম্বর গ্রুপ থেকে, যেখানে ৩টি ম্যাচ জিতেই শীর্ষে ছিলেন রোহিত-কোহলিরা। আর ইংল্যান্ড সুপার এইটে দুই নম্বর গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে। আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে উঠে যাবে।
বুধবার ম্যাচের আগের দিনে আধাবেলা বৃষ্টি হয়েছে গায়ানায়। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচ চলাকালীন সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টেলিভিশনে।
মন্তব্য করুন