ফুটবল মাঠে মেজাজ হারানোর ঘটনা একেবারে নতুন নয়। খেলার মাঠে ফাউল বা ট্যাকেল তো বটেই, রেফারির সিদ্ধান্তেও মেজাজ হারানোর ঘটনা প্রায়ই দেখা যায়। মেজাজ হারিয়ে খেলোয়াড় এবং কোচরা করে বসেন অদ্ভুত আচরণ। তবে রেগে গিয়ে রেফারিকে মেরে বসার ঘটনা কিছুটা বিরল।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চীনের লিগ ওয়ানের ম্যাচে। নানজিং সিটির বিরুদ্ধে আরেক ক্লাব লিয়াওনিং শেনইয়াংয়ের ম্যাচ চলাকালীন লিয়াওনিংয়ের বিরুদ্ধে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে খেপে ওঠেন লিয়াওনিংয়ের কোচিং স্টাফরা। রেফারি চেন হাওয়ের সঙ্গে রীতিমতো ঝগড়ায় জড়ান লিয়াওনিংয়ের কোচ শিং দুয়ান। তার পরেই দুয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এই সিদ্ধান্ত মেনে না নিয়ে রেফারিকে সবার সামনে চড় মারেন দুয়ান।
An incident in CL1(2nd division): in Liaoning Shenyang Urban's 4:0 defeat to Nanjing City, Duan Xin, the head coach slapped the referee in the face after being shown red card. Subsequently, the 62-year-old coach fell to the ground and was taken away by ambulance. pic.twitter.com/aIZiKfmmhI
— China Sports Vision 2050 (@CSV2050) July 23, 2023অবশ্য রেফারিকে চড় মারার পর সেখানেই অজ্ঞান হয়ে যান লিয়াওনিংয়ের কোচ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, অতিরিক্ত রাগে এবং উচ্চ রক্তচাপে জ্ঞান হারিয়েছেন কোচ শিং দুয়ান।
এমন কাণ্ডের পর নিজের দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফের কাছেই সমালোচনার শিকার হন তিনি। চাপে পড়ে শেষ পর্যন্ত রেফারির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে ক্ষমা চাইলেও বড় রকমের শাস্তি আসতে পারে এই কোচের নামে। চীনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বড় অঙ্কের জরিমানার পাশাপাশি হয়তো কোচিং পেশা থেকে আজীবনের জন্য বহিষ্কার হতে পারেন অদ্ভুত কাণ্ডের জন্ম দেওয়া এই কোচ।
মন্তব্য করুন