বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জরিমানা দেওয়া লেট লতিফ ওয়াটকিন্স এখন ইংল্যান্ডের নায়ক

অলি ওয়াটকিন্স। ছবি : সংগৃহীত
অলি ওয়াটকিন্স। ছবি : সংগৃহীত

ই এম ফস্টারের ‘প্যাসেজ টু ইন্ডিয়া’র নায়ক ছিলেন আজিজ। তার সব সময় দেরি হয় বলে লোকের সঙ্গে পরিচিতি পর্বে নিজের সম্পর্কে বলতেন, ‘আই অ্যাম অলওয়েজ লেট লতিফ।’ ইংল্যান্ডের ইউরো সেমিফাইনাল জয়ের নায়ক অলি ওয়াটকিন্সও তেমনটা বলেন কিনা কে জানে? তবে তিনিও যে আস্ত একটা লেট লতিফ তা ওয়াটকিন্সের পুরাতন ক্লাব ওয়েস্টন সুপার মেয়রের কোচ রায়ান নর্থমোর স্বীকার করেছেন।

বুধবার রাতে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে অবশ্য বাঁচিয়ে দিয়েছেন সব সময় অনুশীলনে দেরি করা লেট লতিফ ওয়াটকিন্স। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে ৯০ মিনিটে করা তার গোলেই ২-১ এ জিতেছে ইংল্যান্ড। রোববার রাতে ইউরো ফাইনালে যারা খেলবে স্পেনের বিপক্ষে। গত ইউরোর ফাইনালও খেলেছিল ইংল্যান্ড। তবে ইতালির কাছে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়।

এবার লেট লতিফ ওয়াটকিন্সের গল্পে ফেরা যাক। অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অনুশীলনে দেরি করলেও বুধবার ডাচদের বিপক্ষে কাজের কাজটি করতে একটুও ভুল করেননি। সাউথগেট তাকে চলতি ইউরোতে মূল একাদশে রাখেননি। সময় মেনে কাজ করার লোক নন বলে হয়তো ওয়াটকিন্স ইংলিশ কোচের গুড বুকেও ছিলেন না। সেমিফাইনালের আগে মাত্র ২২ মিনিট তাকে খেলিয়েছেন সাউথগেট। বুধবার রাতেও মাঠে নেমেছিলেন ৮১ মিনিটের সময়। কিন্তু ৮ মিনিট পর তিনি ডর্টমুন্ডের বিভিবি স্তাদিওনের গ্যালারির কমলা ঢেউকে থামিয়ে দেন। অথচ গোল করার আগে ৮ মিনিটে মাত্র ৪ বার বল পায়ে লাগিয়েছিলেন ওয়াটকিন্স। আসল কথা হলো- ফুটবল গোলের খেলা। সেটা করতে একটা শটই যথেষ্ট। কোল পালমারের পাসটা চুম্বকের মতো ধরলেন। হালকা টোকায় জায়গা করলেন। এরপর নেদারল্যান্ডসকে বিদায় করা সেই গোল। দুজন বদলির কারণে বেঁচে গেল ইংল্যান্ড। ফিল ফডেনের পরিবর্তে পালমার নামেন। আর হ্যারি কেইনের পরিবর্তে ওয়াটকিন্স। ফাইনালে সাউথগেট হয়তো মধুর সমস্যায় পড়বেন শুরুতে কাদের নামাবেন তাই নিয়ে।

ওয়াটকিন্স ফুটবল মাঠে গোল করার ক্ষেত্রে যতই নিখুঁত টাইমিং জ্ঞানের পরিচয় দিন না কেন, অনুশীলনে কিন্তু লেট লতিফ। ওয়াটকিন্সের পুরাতন ক্লাব ওয়েস্টন সুপার মেয়রের কোচ রায়ান নর্থমোর বলেন, ‘সে এক্সটার (লন্ডন থেকে ২৯০ কিমি দূরের শহর) থেকে আসত। অনেকটা দূর। তাই রোজ দেরি হতো। কিন্তু দলের বাকিরা ওকে কোনো ছাড় দিত না। ওয়াটকিন্স অনেক রকমের অজুহাত দিত। কিন্তু দেরি করার জন্য ৫ ইউরো দিতেই হতো। শুধু তাই নয়, খেলার সরঞ্জাম আনতে ভুল যেত। বাকিরা তখন আরও বেশি করে ওর ঘাড়ে চেপে বসত। দ্বিগুণ জরিমানা নিত। মৌসুমের শেষে সেই জরিমানার পরিমাণ এতটাই হয়ে গিয়েছিল যে, সে টাকায় স্পেন ঘুরে এসেছিল ফুটবলাররা। ওয়াটকিন্সকেও নিয়ে গিয়েছিল। চারজনের ঘোরার টাকা ওই জরিমানা থেকেই উঠে এসেছিল।’

জরিমানা দেওয়া সেই লেট লতিফ এখন ইংল্যান্ডের নয়নের মণি। অধিনায়ক হ্যারি কেন বলছেন, ‘আমরা বড় দল। এ রকম দলে খেলতে হলে সব সময় তৈরি থাকতে হয়। পাঁচ মিনিট হোক বা এক মিনিট, যতক্ষণই খেলার সুযোগ পাক, তার মধ্যেই বাকিদের থেকে নিজেকে আলাদা করে চেনাতে হয়। ওয়াটকিন্স এ সুযোগের অপেক্ষাতেই ছিল। ধৈর্য ধরে বসেছিল। মাঠে নামার সুযোগ আসতেই অসাধারণ গোল করেছে। দুর্দান্ত।’

সুযোগ কাজে লাগানো ওয়াটকিন্স কি বলছেন, ’গত কয়েক সপ্তাহ ধরেই অপেক্ষা করছিলাম এ মুহূর্তটির জন্য। সন্তানদের নামে শপথ খেয়ে বলছি, আমি পালমারকে বলেছিলাম, আমরা একসঙ্গে নামছি, তুমি আমাকে গোলের পাস বাড়াবে।’ পালমার কথা রেখেছেন। ওয়াটকিন্সও গোল করেছেন। এবার ইংলিশ কোচ সাউথগেট কি লেট লতিফকে ক্ষমা করে তার প্রতি সদয় হবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১০

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১১

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১২

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৩

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৪

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৫

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৬

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

১৭

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ‘ক্ষমা’ চাইবে, জানালেন ফাওজুল কবির

১৮

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

১৯

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

২০
X