স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

মেসির সাথে আলোচিত সেই ছবি নিয়ে যা বললেন ইয়ামাল

মেসির সাখে সেই আলোচিত ছবি (ডানে) ও ইয়ামাল (বাঁয়ে) । ছবি : সংগৃহীত
মেসির সাখে সেই আলোচিত ছবি (ডানে) ও ইয়ামাল (বাঁয়ে) । ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে ফুটবলের অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে ধরা হচ্ছে বার্সেলোনা ও স্পেনের ১৬ বছরের উইঙ্গার লামিনে ইয়ামালকে। চলমান ইউরোতে এই কিশোরের নৈপূন্যেই স্পেন প্রবল প্রতাপে ফাইনালে এসেছে। আর স্পেনের ফাইনালে ওঠার পিছনে অন্যতম প্রধান এই নামের জীবনের খুঁটিনাটি সামনে আসতে শুরু করেছে তারপরই। যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির সাথে ছোট্ট এই তারকার ছবি। এবার এই নিয়ে মুখ খুললেন এই উঠতি তারকা। জানালেন যে বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির সাথে শিশুকালে তার ছবি এখন পর্যন্ত লুকানো হয়েছিল কারণ এ ধরণের তুলনা তার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে না।

২০০৭ সালে মেসির সাথে ছয় মাস বয়সী ইয়ামাল এবং ইয়ামালের মা শেইলা ইবানার ছবি সম্প্রতি প্রকাশিত হয় এবং তা দ্রুতই বিশ্বব্যাপী সবার নজর কাড়ে।

এই ছবিগুলি কাতালান সংবাদপত্র দিয়ারিও স্পোর্ট এবং ইউনিসেফের সহযোগিতায় একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ হিসেবে তোলা হয়েছিল।

"অবশ্যই, সেই সময়ে ছবিগুলি তোলা হলে আমি কী ঘটছে তা সচেতন ছিলাম না," ইয়ামাল শুক্রবার জিজান্তেসকে হেসে বলেন। "আমার বাবা ছবিগুলো সংরক্ষণ করেছিলেন এবং তারা কখনো প্রকাশ পায়নি কারণ আমরা মেসির সাথে আমার তুলনা চাইনি। বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে তুলনা করা কারো বিরক্তির কারণ হবে না, তবে এটি আপনার বিরুদ্ধে কাজ করতে পারে কারণ আপনি কখনো তার মতো হতে পারবেন না।"

যদিও সতর্কতা নেওয়া হয়েছিল তবে ইয়ামালের বিস্ফোরক পারফরম্যান্সের কারণে তাকে মেসির সাথে তুলনা করা শুরু করা হয়ে গিয়েছে।

২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সার প্রথম দলের হয়ে অভিষেকের পর, ইয়ামাল গত মৌসুমে ৫০ টিরও বেশি ম্যাচ খেলেন, স্পেনের হয়ে আন্তর্জাতিক অভিষেকও হয় তার। এই গ্রীষ্মে জার্মানির ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে তিনি সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে অগণিত রেকর্ড করেন।

বার্সার সাবেক কোচ জাভি হার্নান্দেজ স্বীকার করেছেন যে অনিবার্য তুলনাগুলো সহায়ক নয়, তবে তিনি স্বীকার করেছেন যে ইয়ামালের (যিনি শনিবার ১৭ বছর বয়সী হবেন) মধ্যে "মেসির ঝলক" রয়েছে। ইয়ামালের বাবা, মুনির নাসরাউই, গত সপ্তাহে ইনস্টাগ্রামে একটি ছবির ক্রপ করা সংস্করণ পোস্ট করেছিলেন। যেখানে লেখা "দুই কিংবদন্তির শুরু।"

বৃহস্পতিবার যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মেসি তার ছেলেকে আশীর্বাদ করেছেন কিনা, মুনির বলেছিলেন: " কে জানে? হয়তো লামিনে লিওকে আশীর্বাদ করেছেন। আমার ছেলে সবকিছুতে সেরা, শুধুমাত্র একজন ফুটবলার নয়, একজন মানুষ হিসেবেও।"

এই গ্রীষ্মের ইউরোতে ইয়ামাল অন্যতম তারকা হিসেবে আবিভূর্ত হয়েছেন, মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে স্পেনের সেমিফাইনাল জয়ে একটি চমকপ্রদ সমতা সূচক গোল করেছিলেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ তিনটি গোল সেট করেছেন। এখন তার সামনে শুধু ইংল্যান্ডকে হারানোর পালা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

বৃষ্টিপাত-তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটির নামে সভা-সমাবেশ নয় : মুক্তিযোদ্ধা দল 

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস প্রশাসন কোথায় পায় : সারজিস

১০

ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১১

‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

১২

কাজী নজরুলকে নিয়ে সত্যিকারের গবেষণা হয় না : দুদু

১৩

৪ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান 

১৪

সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০টি হ্যাশট্যাগ

১৫

বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান

১৬

আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার

১৭

বালু-পাথর নিয়ে সিলেট জেলা প্রসাশনের নতুন নির্দেশনা

১৮

‘কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’, আদালতে রিয়াদ

১৯

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

২০
X