এ যেন এক রাজসিক বিদায়। মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর কোপা আমেরিকার শিরোপা উৎসবের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টিনার অন্যতম মহাতারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। বিদায়ী ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।
এবারের ফাইনালে গোল না পেলেও আর্জেন্টিনার আগের সব ফাইনালে লক্ষ্যভেদ করেছিলেন এই উইঙ্গার। লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণের শক্তি বাড়াতে তাকে মাঠ থেকে তুলে নিয়ে ডিফেন্ডার নিকোলস ওতামেন্ডিকে নামান কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে মাঠ থেকে বেড়িয়ে ডাগ আউটে ফিরে লিওনেল মেসিকে জড়িয়ে ধরে তিনি। সে সময় তার চোট ছিল ভেজা। এর আগে ম্যাচের ৬৭ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি।
এরপর বিদায়ী ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন ডি মারিয়া। জাতীয় দলের জার্সিতে ১৪৫ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন পাঁচটি শিরোপা। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের সোনাও জিতেছিলেন এই উইঙ্গার।
২০০৮ সালে বেইজিং অলিম্পিক, ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালেসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া। শুধুমাত্র আর্জেন্টিনা জয় পাওয়া এই ফাইনালে গোল পাননি তিনি।
শিরোপা দিয়ে ক্যারিয়ার শেষ করতে পেরে উচ্ছ্বসিত ডি মারিয়া। তিনি বলেন, ‘এটি লেখা ছিল এবং এটি এইভাবে শেষ হওয়ার কথা। আমিসহ সবাই একই স্বপ্ন দেখেছি। এবং সতীর্থদেরও তাই বলেছি। আমি শারীরিক গতভাবে খুবই ভালো অনুভব করছি।’
তিনি আরও যোগ করেন, ‘সবাইকে ছেড়ে যেতে হয়। এবার আমার। আমি এই প্রজন্মের কাছে চিরকাল কৃতজ্ঞ। যারা আমাকে সবকিছু দিয়েছে এবং আমি যা চেয়েছিলাম তা অর্জন করতে সাহায্য করেছে। আমি আগের জয়গুলোতে লিওর (মেসি) সঙ্গে ছিলাম। যা তার প্রাপ্য ছিল।’
Thank you for everything di Maria !! pic.twitter.com/E7mpv97u4W — Messi Media (@LeoMessiMedia) July 15, 2024
মন্তব্য করুন