স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইনজুরি নিয়ে মায়ামির জয় দেখলেন মেসি

অর্থোপেডিক বুট পরে মায়ামির ম্যাচ দেখতে গ্যালারিতে মেসি। ছবি : সংগৃহীত
অর্থোপেডিক বুট পরে মায়ামির ম্যাচ দেখতে গ্যালারিতে মেসি। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার মুকুট পড়েই ইন্টার মায়ামিতে আসেন লিওনেল মেসি। তবে সেটা একটু ভিন্ন ভাবে। ডান পায়ে বিশেষ ধরনের জুতা পড়ে। গ্যালারিতে বসে দেখলেন নিজ দলের জয়।

ইনজুরির কারণে মাঠে থেকে শেষ করতে পারেননি কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচের ৩৫ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্রাকেলে ডান পায়ে আঘাত পান মেসি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে একই জায়গা পুনরায় আঘাত পান।

ফলে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপরও লাউতারো মার্তিনেজের গোলে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ইনজুরির নিয়ে সেই উৎসবে যোগ দেন আর্জেন্টাইন কিংবদন্তি।

দল আর্জেন্টিনায় ফিরে গেলেও তিনি থেকে যান আমেরিকাতে। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি এখানে নেবেন তার চিকিৎসা। তবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইনজুরি আক্রান্ত পা নিয়ে দেখতে আসেন ইন্টার মায়ামির খেলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একাধিক ছবি পোস্ট করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সেখানে দেখা যায় চেজ স্টেডিয়ামে ইনজুরি আক্রান্ত ডান গোড়ালিতে অর্থোপেডিক বুট পড়ে আছেন তিনি।

তার উপস্থিতিতে উৎসাহ পায় ইন্টার মায়ামির ফুটবলাররা। মেজর লিগ সকারের (এমএলএস) টরেন্টো এফসিকে ৩-১ গোলে হারায় দলটি। ম্যাচে ফেডেরিকো রেডোন্ডো জোড়া ও দিয়েগো গোমেজ একটি গোল করেন। এতে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি।

তাকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে মেজর লিগ সকারের দলটিকে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে ইনজুরির সর্বশেষ অবস্থা জানায় ইন্টার মায়ামির মেডিক্যাল বিভাগ।

পরে ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, লিওনেল মেসির ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট লেগেছে। ক্লাব অধিনায়কের দ্রুত সুস্থতার জন্য পর্যায়ক্রমে ডাক্তারি পরীক্ষা চলবে। অপারেশন প্রয়োজন নেই। দ্রুত তার পুর্নবাসন পক্রিয়া শুরু হবে।’

দলের সেরা তারকাকে না পাওয়ার আক্ষেপ ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্তিনোর। নিজের অস্বস্তির কথা উল্লেখ করে বলেন, ‘অবশ্যই তার (মেসি) চোট লেগেছে, চোট আছে। আমাদের ফিজিওথেরাপিস্ট ওয়াল্টার, যিনি জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট, তিনি আমাদের মেসির অবস্থা প্রতিনিয়ত অবহিত করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিসে যে ১০ বিষয়কে কেয়ামতের বড় আলামত বলা হয়েছে

জুলাই হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীনকে অব্যাহতি

মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে অধ্যাপক মামুনের সাফল্য

টাকার সঙ্গে ঘুষ নিলেন হাঁস

ইসলামের লেবাস পরে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল : ড. কাইয়ুম

চসিক কার্যালয় পরিদর্শনে চীনের উহু সিটির মেয়র

রুপাজয়ী খই খইয়ের স্বপ্ন এখন অলিম্পিক

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

১০

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

১১

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

১২

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৩

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

১৪

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

১৫

নামের জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ

১৬

একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু হাসপাতালে ভর্তি

১৭

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

১৮

ভূমিকম্পের সময় ছাত্রদের আগলে রাখা সেই মাদ্রাসাশিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

১৯

তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

২০
X