বুধবার রাতটি ছিল ব্রাজিলের নারী ফুটবলের হতাশাময়। প্যারিস অলিম্পিকে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায় ব্রাজিল। সে ম্যাচে লাল কার্ড দেখেন দলটির সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। এমন হারের পর কোয়ার্টার ফাইনালে খেলতে অলৌকিক কিছু প্রয়োজন ছিল।
সেই অলৌকিকভাবে গ্রুপ র্প টপকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী ৪ জুলাই শেষ আটের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিলিয়ান নারীরা।
সি-গ্রুপের ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক শুরু করে ব্রাজিলের নারী ফুটবল দল। এরপর জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। আর গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্পেনের কাছে হেরে ২-০ গোলের ব্যবধানে।
৩ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের তৃতীয় হওয়ায় অনেকে প্যারিস অলিম্পিক থেকে বিদায় ধরে নেবে ব্রাজিলকে। তবে এ-গ্রুপের নিউজিল্যান্ড-ফ্রান্সের ম্যাচের ফলাফলের দিকে নজর ছিল ছিল তাদের। সে ম্যাচে ফ্রান্সের বড় ব্যবধানের হারে কপাল পুড়তো ব্রাজিলের।
তবে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। এবং কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকেই পেয়েছে প্যারিস অলিম্পিকের আয়োজকরা।
৩ গ্রুপ থেকে তৃতীয় হয়েছে কলম্বিয়া, ব্রাজিল আর অস্ট্রেলিয়া। সেরা দুইয়ে থেকে কোয়র্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া আর ব্রাজিল। গোল গড়ে পিছিয়ে থাকায় বাদ পড়তে হয় অস্ট্রেলিয়াকে।
কোয়ার্টার ফাইনারে ব্রাজিল পাচ্ছে না অভিজ্ঞ ফুটবলার মার্তাকে। কারণ স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
মন্তব্য করুন