

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারের ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর আয়োজিত এ মাহফিলে মাদ্রাসার কয়েক শতাধিক ছাত্র, আলেম-ওলামা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পুরো মাদ্রাসা প্রাঙ্গণে ছিল আবেগঘন পরিবেশ, আর অংশগ্রহণকারীদের কণ্ঠে শোনা যায় দেশনেত্রীর সুস্থতার আকুতি।
ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের উদ্যোগে আয়োজন করা এ দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ছাত্ররা এ আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের আয়োজক রাশেদুল আহসান রাশেদ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের মা, আমাদের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সুস্থ হয়ে খুব শিগগিরই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন—এই আমাদের প্রত্যাশা। বেগম জিয়া সুস্থ হয়ে রাজপথে ফিরে এলে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে। দলীয় নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে এবং দেশনেত্রীর সুস্থতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এমন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হবে।
ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা– এতিমখানার শিক্ষক ও ছাত্ররা জানান, দেশের একজন শীর্ষ নেত্রীর সুস্থতার জন্য এ আয়োজন করতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। তাদের বিশ্বাস, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং খুব দ্রুত দেশনেত্রী সুস্থ হয়ে জাতিকে নতুন আলো দেখাবেন।
সাভারে আয়োজিত এই দোয়া মাহফিলকে ঘিরে এলাকায় তৈরি হয় ধর্মীয় ও রাজনৈতিক উভয় আবহে ব্যতিক্রমী এক পরিবেশ। অংশগ্রহণকারীদের মতে—বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের প্রত্যাশা নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষেরও প্রার্থনা।
মন্তব্য করুন