শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড দামে নতুন ক্লাবে আলভারেজ

জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

টানা চার বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক সাফল্যের পিছনে বড় ভূমিকা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা জুলিয়ান আলভারেজের। তবে সিটিজেনদের সঙ্গে আলভারেজের দুই বছরের সম্পর্ক আর বাড়ছে না।

সিটির সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিন্ন করে স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ৯৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১২২০ কোটি টাকা) পর্যন্ত ট্রান্সফার ফিসহ ছয় বছরের চুক্তিতে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।

পুরো প্রাক-মৌসুমজুড়েই আলভারেজ ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আরও খেলার সময় পাওয়ার জন্য ম্যান সিটি ছাড়তে পারেন, যদিও তিনি ইতিহাদ স্টেডিয়ামে তার খেলা দুই মৌসুমে ১০৩টি ম্যাচ খেলেছেন। চেলসি এবং প্যারিস সেন্ট-জার্মেইর মতো ক্লাবগুলোর সঙ্গে তার নাম জড়ালেও, অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল সে-ই দল যারা শেষ পর্যন্ত প্রতিভাবান এ ফুটবলারকে দলে ভেড়াতে সক্ষম হয়।

সোমবার (১২ আগস্ট) আলভারেজ মেডিক্যাল পরীক্ষার পর অ্যাথলেটিকো মাদ্রিদের নতুন খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

সিটি ছাড়ার সময় আলভারেজ তার সামাজিক মাধ্যমে একটি বিদায়ী বার্তায় লেখেন, “আজ আমি এই অসাধারণ ক্লাবকে বিদায় জানাচ্ছি । এই দুই বছর ছিল বিশেষ কিছু। এই সময়ে, আমি একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি ও উন্নতি করেছি।

পরিচালক এবং টেকনিক্যাল স্টাফদের ধন্যবাদ তাদের আস্থা এবং সমর্থনের জন্য। আপনারা আমাকে যে শিক্ষা ও দৃষ্টি দিয়েছেন, তা আমাকে অনেক উন্নতি করতে সাহায্য করেছে।

আমার সতীর্থদের প্রতি, প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ, প্রতিটি প্রশিক্ষণ সেশন এবং প্রতিটি ম্যাচে আপনারা যে পরিশ্রম এবং নিষ্ঠা দেখিয়েছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। আমি আপনাদের সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং স্মৃতি ও বন্ধুত্ব যা চিরকাল থাকবে।

ভক্তদের প্রতি, প্রথম দিন থেকেই আমাকে স্বাগত জানানোর জন্য এবং অসাধারণ সমর্থন দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমি সবসময় গর্বিত থাকব যে আমি এই পরিবারের অংশ হতে পেরেছি।

ম্যানচেস্টার সিটি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করবে। আমি ক্লাবের ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করি এবং আমি যেখানেই থাকি, ক্লাবকে সমর্থন করতে থাকব।”

আলভারেজ সিটি ছেড়ে যাচ্ছেন যেখানে তিনি দুই বছরে ছয়টি শিরোপা জিতেছেন। তিনি ২০২২/২৩ মৌসুমে সিটির ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অংশ ছিলেন। ম্যানচেস্টারে তার সময়কালে তিনি ৩৬টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। তিনি স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার বদলি হিসেবে দারুণ কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় যমুনা নদীতে নৌকা আটকা, আতঙ্কে বরযাত্রীসহ ৪০ যাত্রী

সুবর্ণচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মালিকানা জটিলতায় থাকা চট্টগ্রামের কাছেই কুপোকাত নোয়াখালী

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

শনিবার শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের বার্তা

মাদ্রাসায় বিস্ফোরণে উড়ে গেল দেয়াল

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

১০

খুলনায় নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে নিয়োগ পেলেন ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১২

ওসমান হাদির বোন নির্বাচনে আসবেন কিনা জানাল পরিবার

১৩

সড়কে ঝরল দুই কলেজছাত্রের প্রাণ

১৪

৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি শুভেন্দুর

১৫

বান্দরবানে ভূমিকম্প অনুভূত

১৬

জাপার প্রার্থী তালিকা : কে কোন আসনে

১৭

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

১৮

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

২০
X