পেশাদার ফুটবল ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার পর বার্সেলোনার কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন থিয়াগো আলকানতারা। স্বল্প সময়ের মধ্যে এবার হ্যান্সি ফ্লিকের কোচিং বহরও ছাড়লেন সাবেক মিডফিল্ডার।
থিয়াগো আলকানতারার বার্সেলোনার কোচিং বহর ছাড়ার বিষয় নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করা থিয়াগোর জায়গায় হ্যান্সি ফ্লিকের কোচিং বহরে যুক্ত হবেন আর্নাউ ব্লাঙ্কো; যিনি এতদিন অনূর্ধ্ব-১৬ দলের কোচের দায়িত্ব পালন করছিলেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ক্লাবটির তরফ থেকে বলা হয়েছে, ‘বার্সেলোনা অতীতের মতো পেশাদার কাঠামো ও প্রযুক্তিবিদদের প্রতিভা এবং চমৎকার প্রশিক্ষণে বিনিয়োগ করে চলেছে।’
ফ্লিক তার কোচিং স্টাফে এমন একজনকে চাচ্ছিলেন, যিনি বার্সেলোনাকে বোঝেন এবং স্কোয়াডের সঙ্গে একীভূত করতে সাহায্য করতে পারেন। সে দৃষ্টিকোণ থেকে থিয়াগো আলকানতারাকে যুক্ত করা হয়েছিল। থিয়াগোর সংযুক্তি অন্তত তিন মাস স্থায়ী হবে বলে আশা করা হয়েছিল। সেটা তিন মাসের আগেই শেষ হয়ে গেল। প্রতিবেদনে বলা হয়েছে, থিয়াগো এখন ফুটবল থেকে বিরতি নেবেন। কিন্তু ব্যাকরুম স্টাফ হিসেবে যে কোনো সময় ফিরতে পারবেন লা মাসিয়া দিয়ে উঠে আসা সাবেক এ ফুটবলার।
প্রাক-মৌসুমের জোয়ান-গ্যাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩-০ বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। সে ধাক্কা নিয়েই শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়নরা। আজ রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
মন্তব্য করুন