স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসি-ইনিয়েস্তাসহ ফুটবল ইতিহাসের দীর্ঘতম ১০ চুক্তি

মেসি ও ইনিয়েস্তা। ছবি : সংগৃহীত
মেসি ও ইনিয়েস্তা। ছবি : সংগৃহীত

ফুটবলে একজন খেলোয়াড়ের চুক্তির মেয়াদ তার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে বয়স্ক খেলোয়াড়রা সাধারণত নিজেদের সুবিধার জন্য স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষর করেন, সেখানে তরুণ ফুটবলাররা প্রায়ই অস্বাভাবিক দীর্ঘ চুক্তি সাক্ষর করেন। যার ফলে ক্লাবগুলো বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে পারফরম্যান্স আদায় করতে পারে।

ক্লাবগুলোর এই কৌশল ফুটবল ইতিহাসে কিছু উল্লেখযোগ্য চুক্তির জন্ম দিয়েছে, যার মধ্যে কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়ের জন্য আজীবন চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ফুটবলার কোল পালমার একটি ৯ বছরের চুক্তি স্বাক্ষর করে শিরোনামে উঠে আসেন যা এই খেলাটির দীর্ঘ চুক্তির তালিকায় নতুন সংযোজন। এখানে কালবেলার পাঠকদের জন্য ফুটবল ইতিহাসের ১০টি দীর্ঘতম চুক্তির দিকে এক নজর দেওয়া হল। যে তালিকায় রয়েছে লিওনেল মেসির নামও।

১. আন্দ্রেস ইনিয়েস্তা – বার্সেলোনা (আজীবন)

বার্সেলোনার অন্যতম কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে ২০১৭ সালে আজীবন চুক্তির প্রস্তাব দেওয়া হয়। কাতালান ক্লাবটির সঙ্গে তিনি ২১ বছর কাটিয়েছিলেন। এই চুক্তিটি ক্লাবটির সর্বাধিক সফল সময়কালে তার অসাধারণ অবদানের প্রতিফলন। তবে, এই চুক্তি স্বাক্ষরের এক বছর পরেই ইনিয়েস্তা জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন, যেখানে তিনি পাঁচ বছর খেলেন।

২. ইকার ক্যাসিয়াস – রিয়াল মাদ্রিদ (আজীবন)

ইকার ক্যাসিয়াস, যিনি সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়। ২০০৮ সালে তিনি রিয়াল মাদ্রিদ থেকে আজীবন চুক্তির অফার পান। এই স্প্যানিশ গোলরক্ষক ক্লাবটির ২১ শতকের বহু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্যাসিয়াস আজীবন চুক্তির পর লস ব্লাঙ্কোস শিবিরে আরো ৭ বছর খেলেন। অবশেষে ২০১৫ সালে মাদ্রিদ ছেড়ে তিনি এফসি পোর্তোতে যোগ দেন, যেখানে তিনি তার ক্যারিয়ার শেষ করেন।

৩. রাউল – রিয়াল মাদ্রিদ (আজীবন)

রাউল গঞ্জালেস, রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ২০০৮ সালে তিনি ক্লাবের সঙ্গে ১৬ বছর কাটানোর পর আজীবন চুক্তির অফার পেয়েছিলেন। এই চুক্তিটি বার্নাব্যুতে তার কিংবদন্তির মর্যাদার প্রমাণ। রাউল ২০১০ সালে ক্লাব ছেড়ে শালকে ০৪-এ যোগ দেন। তবে মাদ্রিদের ইতিহাসে তার অবস্থান অপরিবর্তনীয়।

৪. ডেনিলসন – রিয়াল বেটিস (১০ বছর)

ব্রাজিলিয়ান উইঙ্গার ডেনিলসন ১৯৯৮ সালে রিয়াল বেটিসের সঙ্গে ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন, যা তাকে তখনকার সময়ের সবচেয়ে দামী খেলোয়াড়দের একজন করে তোলে। দীর্ঘ চুক্তি সত্ত্বেও, ডেনিলসনের বেটিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং তিনি ২০০৫ সালে ক্লাব ছেড়ে যান। তখনও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর বাকি ছিল।

৫. লিওনেল মেসি – বার্সেলোনা (৯ বছর)

লিওনেল মেসি, যাকে সাধারণত সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মানা হয়, বার্সেলোনার কাছ থেকে নয় বছরের চুক্তি পেয়েছিলেন। মেসি তার এই চুক্তি পুরোপুরি পূরণ করেন এবং ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকেন। তখন আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব ছাড়তে হয়। যাতে তিনি তার প্রায় ২০ বছরের বার্সা ক্যারিয়ারের ইতি টানেন।

৬. কোল পালমার – চেলসি (৯ বছর)

চেলসির ফুটবলঅর কোল পালমার ২০২৪ সালে স্টামফোর্ড ব্রিজে একটি দুর্দান্ত প্রথম মৌসুমের পর নয় বছরের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিটি ব্লুজের তরুণ মিডফিল্ডারের প্রতি তাদের আস্থার প্রমাণ, যা ভবিষ্যতেও লন্ডনের ক্লাবটিতে তার থাকা নিশ্চিত করে।

৭. এনজো ফার্নান্দেজ – চেলসি (৯ বছর)

আরেক চেলসি খেলোয়াড় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। লন্ডনের ক্লাবটিতে যোগ দেওয়ার সময় তিনি নয় বছরের চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি চেলসির সাম্প্রতিক কৌশলের অংশ, যেখানে মালিক টড বোয়েলি তরুণ প্রতিভাদের দীর্ঘমেয়াদী চুক্তিতে বাঁধেন।

৮. ইনাকি উইলিয়ামস – অ্যাথলেটিক বিলবাও (৯ বছর)

অবিশ্বাস্য গতির জন্য পরিচিত ইনাকি উইলিয়ামসকে তার ক্লাব অ্যাথলেটিক বিলবাওয় নয় বছরের চুক্তিতে স্বাক্ষর করায়।

৯. মিখাইলো মুদ্রিক – চেলসি (৮.৫ বছর)

ইউক্রেনীয় উইঙ্গার মিখাইলো মুদ্রিক তার ক্লাব চেলসির সঙ্গে আট বছরেরও বেশি সময়ের চুক্তি স্বাক্ষর করেন, যা সেই সময়ের প্রিমিয়ার লিগ ইতিহাসের দীর্ঘতম চুক্তি হিসেবে চিহ্নিত হয়। এনজো ফার্নান্দেজের নয় বছরের চুক্তি এটিকে ছাড়িয়ে যায়।

১০. সেস্ক ফ্যাব্রেগাস – আর্সেনাল (৮ বছর)

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার সেস্ক ফ্যাব্রেগাস ২০০৫ সালে আর্সেনালের সঙ্গে আট বছরের চুক্তি স্বাক্ষর করেন। তিনি খুব দ্রুতই নিজেকে একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। যদিও তিনি পুরো চুক্তি সম্পন্ন করেননি এবং ২০১১ সালে বার্সেলোনায় চলে যান, তবে আর্সেনালে তার সময় ছিল বহু স্মরণীয় পারফরম্যান্সের সাক্ষী।

ফুটবল ইতিহাসের এই চুক্তিগুলো যার কয়েকটি প্রায় এক দশক ধরে স্থায়ী এবং কিছু আজীবন স্থায়ী সাধারণ দর্শকের কাছে অদ্ভুত লাগতে পারে। কিন্তু একজন খেলোয়াড় এবং ক্লাব উভয়ের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির গুরুত্ব অবশ্যই আছে । লম্বা এই বিনিয়োগগুলো সফল হোক বা না হোক এই চুক্তিগুলো ফুটবল ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X