মায়োর্কার সঙ্গে করা ড্রয়ের ধাক্কা সামলাতে রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আগামীকালের ওই ম্যাচের আগে আরেক ধাক্কা খেল মাদিদ্রের জায়ান্টরা। চোটে আক্রান্ত হয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম।
ইনজুরির ধরন অবশ্য জানাতে পারেননি রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ‘জুড বেলিংহাম চোট পেয়েছেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ক্লাবের এক বিবৃতি অবশ্য বিষয়টা আরেকটু পরিষ্কার করেছে। সেখানে লেখা হয়েছে, ‘পরীক্ষার পর দেখা গেছে বেলিংহামের ডান পায়ের পেশি আক্রান্ত হয়েছে। সেরে উঠতে কয়েকদিন সময় লাগতে পারে।’
বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখান ইংলিশ এ অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতায় ৪২ ম্যাচে ২৩ গোল করেছেন বেলিংহাম। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল। কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ আরও শানিত হয়েছে। সে ভাবটা অবশ্য এখনো দেখা যায়নি। এমবাপ্পে নিজের মতো জ্বলে উঠতে পারলে কমবে বেলিংহামের ওপর নির্ভরতা।
মন্তব্য করুন