স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

গোলের পর বাংলাদেশের ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর বাংলাদেশের ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

ইনজুরিতে পড়েন দলের এক নম্বর গোলকিপার শ্রাবন। তবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে পড়েন ইনজুরিতে। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। আর টাইব্রেকে দুই শট রুখে বনে যান ম্যাচ জয়ের নায়ক।

আসিফের বীরত্বে টাইব্রেকে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

সোমবার (২৬ আগস্ট) নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিতে প্রথমার্ধে ১-০ গোলের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। এতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের ড্রতে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে গোলকিপার মোহাম্মদ আসিফের দুর্দান্ত দুই সেভে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন আসাদুল মোল্লা। বাঁ-প্রান্ত দিয়ে একক প্রচষ্টায় ভারতের ডি-বক্সে ঢুকে আড়াআড়িভাবে জোরালো ক্রস করেন রাব্বি হোসেন রাহুল। তার শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। ঠাণ্ডা মাথায় নিখুঁত শটে প্রতিপক্ষের জাল খুঁজে পান এ তরুণ।

তবে দ্বিতীয়ার্ধে ভারতের গয়ারির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন নিয়মিত গোলকিপার শ্রাবন। বদলি হিসেবে নামেন মোহাম্মদ আসিফ হোসেন। ৭৪ মিনিটে ভারতকে সমতায় ফেরান মিতি হবাম।

দক্ষিণ এশিয়া ফুটবলে বয়সভিত্তিক প্রতিযোগিতার নক আউট ম্যাচে নেই অতিরিক্ত সময়। ফলে সরাসরি হয় পেনাল্টি শুট আউট। এখানে আলো ছড়ান বাংলাদেশের তরুণ গোলকিপার আসিফ। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন থাংলাংসুন গাঙ্গতের প্রথম শট। এরপর নিজেদের নেওয়া চার শটের সবগুলোতে গোল করেন বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ।

ভারতের তিন ফুটবলার গোল করতে পারলেও, আকাশ তিরকের শট রুখে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন গোলকিপার আসিফ। এরপরই উচ্ছ্বাসে মেতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে ২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। এবার তাদের হারিয়েই শিরোপার মঞ্চে উঠেছে মারুফুল হকের শিষ্যরা।

আগামী বুধবার ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারানোর পর নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত নেইমার, ইতিহাসের সবচেয়ে বড় হারে ভেঙে পড়ল সান্তোস

জুলাই হত্যাযজ্ঞ / শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

গজারিয়ায় দুই জলদস্যু হত্যা, প্রতিপক্ষের ৮ বাড়িতে আগুন 

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভাইরাসে চিংড়ি উৎপাদনে ধস, দিশেহারা চাষিরা

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল

১১

মতলব উত্তরে ১২ মাসে ১৪ খুন

১২

বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংবাদপত্র, যা প্রকাশিত হয় ৪ বছরে একবার

১৩

বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার অবস্থান কত

১৪

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৫

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৪০ জনের বেশি নিখোঁজ

১৬

আলেপ্পো, দারা ও দামেস্কে একের পর এক বিস্ফোরণ

১৭

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

১৮

পদ্মায় পানি স্থিতিশীল, দুর্ভোগ কমেনি বানভাসিদের

১৯

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

২০
X