প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমটা ছিল চেলসির কাছে দুঃস্বপ্নের মতো। চারবার কোচ বদলানো চেলসির এমন অবস্থা ছিল যে প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমনও হতে পারত। এই মৌসুমে খেই হারানো দলকে পথ দেখাতে চেলসি নিয়োগ দিয়েছে টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে। চেলসিতে শুরুটা হাসিমুখেই হয়েছে আর্জেন্টাইন এই কোচের। ফুলহামকে ২-০ ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রিমিয়ার লিগ সামার সিরিজের ট্রফি ঘরে তুলেছে চেলসি।
প্রথমবারের মতো আয়োজিত এই প্রাক-মৌসুম টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের ৬টি দল অংশ নিয়েছিল। চেলসি ছাড়াও অ্যাস্টন ভিলা, ব্রেন্টফোর্ড, ব্রাইটন, ফুলহাম ও নিউক্যাসল ইউনাইটেডকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে এই টুর্নামেন্ট। পচেত্তিনোর দল প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারানোর পর নিউক্যাসলের সঙ্গে ১-১ ড্র করে। রোববার রাতে মেরিল্যান্ডে তৃতীয় ম্যাচে ফুলহামের বিপক্ষে জয় পায় থিয়াগো সিলভা ও ক্রিস্তোফার এনকুকুর গোলে। দুই জয়, এক ড্রয়ের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকায় শিরোপা ওঠে চেলসির হাতে।
বাণিজ্যিক ভাবনা থেকে এবারই প্রথম যুক্তরাষ্ট্রে সামার সিরিজ ট্রফি আয়োজনে যুক্ত হয়েছে প্রিমিয়ার লিগে। প্রাক-মৌসুম পর্বের টুর্নামেন্ট বলে এ ধরনের ট্রফি জয়ে খুব বেশি উচ্ছ্বাসের ব্যাপার থাকে না। তবে মৌসুম শুরুর আগে অপরাজিত থাকতে পারায় খুশি চেলসি কোচ পচেত্তিনো, ‘জেতাটা সব সময় আনন্দের। খেলোয়াড়রা প্রথম থেকে যেভাবে কাজ করছে এবং পারফরম্যান্স করছে, তাতে আমি খুব খুশি, এখন অপেক্ষা মৌসুম শুরুর।’
যুক্তরাষ্ট্রে চেলসির খেলা অবশ্য এখনও বাকি। বুধবার জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে পচেত্তিনোর চেলসি। প্রিমিয়ার লিগে চেলসির মৌসুম শুরু হবে ১৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে।
মন্তব্য করুন