ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরলেই শাস্তি আট ফুটবলারের!

দেশকে সাফল্য এনে দেওয়া আট ফুটবলার শাস্তির মুখোমুখি হতে পারেন। ছবি : সংগৃহীত
দেশকে সাফল্য এনে দেওয়া আট ফুটবলার শাস্তির মুখোমুখি হতে পারেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমতি না নিয়ে সাতক্ষীরায় লিগ খেলতে যাওয়া আট নারী ফুটবলার শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন। কাউকে না জানিয়ে খেলে শৃঙ্খলা ভাঙার পাশাপাশি গণমাধ্যমে ফুটবলারদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণে বাফুফে বিরক্ত। ছুটি শেষে ক্যাম্পে ফিরলেই ফুটবলারদের কাছে এর জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন না জানিয়ে খেলতে যাওয়ায় শাস্তির মুখোমুখি হতে হবে ফুটবলারদের।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ছুটি কাটিয়ে এশিয়ান গেমসকে সামনে রেখে ৩১ জুলাইয়ের মধ্যে বাফুফে ভবনের ক্যাম্পে ফেরার কথা তাদের। তবে যাওয়ার আগে ছয় দফা দাবিতে নারী ফুটবলারদের ‘আলটিমেটামে’ এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরইমধ্যে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে আট ফুটবলার সাতক্ষীরায় খেলতে গিয়ে সেই জটিলতা আরও গভীর করেছেন।

যদিও বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন আট ফুটবলারকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাবিনা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখলেও তার ডাকে সাড়া দিয়ে সাতক্ষীরায় খেলতে গিয়ে বিপাকে পড়েছেন বাকি সাত ফুটবলার।

ভবিষ্যতে ফুটবলারদের পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওরা ৩১ তারিখ ফেরার পর আমি অথরিটিকে জানাব। তারাই সিদ্ধান্ত নেবে কী করতে হবে।’

গত বছর সাফ শিরোপা জয়ের পর বেতন বৃদ্ধির দাবি ছিল নারী ফুটবলারদের। দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন বাফুফে সভাপতি। তবে ১০ মাসেও দাবি পূরণ হয়নি। এ কারণেই এবার ছুটিতে যাওয়ার আগে নিজেদের দাবিদাওয়ার কথা আবারও বাফুফের কাছে লিখিত আকারে দিয়ে গেছেন দেশকে শিরোপার স্বাদ এনে দেওয়া নারীরা।

ফুটবলারদের দাবিদাওয়ার মধ্যে আছে বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবি। পুরোনো এসব চাওয়ার সঙ্গে নতুন যোগ হয়েছে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার দাবি।

ছুটিতে যাওয়ার আগে নারী ফুটবলাররা জানিয়েছিলেন তাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পে আর ফিরছেন না তারা!

তবে মেয়েদের দাবি দাওয়ার বিষয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘মেয়েরা ছুটিতে গেছে। আগামীকাল (আজ) ক্যাম্পে ফিরবে। ক্যাম্পে ফিরলে ওদের সঙ্গে বসে দাবিদাওয়া নিয়ে কথা বলব’। সাতক্ষীরা খেলতে যাওয়ার প্রসঙ্গে বাফুফে বস বলেন, ‘শুনেছি সাবিনার সঙ্গে কয়েকজন খেলতে গেছে। ওখানে খেলতে যাওয়ার আগে অবশ্যই ওদের অনুমতি নেয়ার দরকার ছিল। ওরা যেহেতু বাফুফের চুক্তিভুক্ত ফুটবলার, না জানিয়ে খেলতে যাওয়ার জন্য অবশ্যই ওদের কাছে কৈফিয়ত চাইব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X