ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরলেই শাস্তি আট ফুটবলারের!

দেশকে সাফল্য এনে দেওয়া আট ফুটবলার শাস্তির মুখোমুখি হতে পারেন। ছবি : সংগৃহীত
দেশকে সাফল্য এনে দেওয়া আট ফুটবলার শাস্তির মুখোমুখি হতে পারেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুমতি না নিয়ে সাতক্ষীরায় লিগ খেলতে যাওয়া আট নারী ফুটবলার শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন। কাউকে না জানিয়ে খেলে শৃঙ্খলা ভাঙার পাশাপাশি গণমাধ্যমে ফুটবলারদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণে বাফুফে বিরক্ত। ছুটি শেষে ক্যাম্পে ফিরলেই ফুটবলারদের কাছে এর জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন না জানিয়ে খেলতে যাওয়ায় শাস্তির মুখোমুখি হতে হবে ফুটবলারদের।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ছুটি কাটিয়ে এশিয়ান গেমসকে সামনে রেখে ৩১ জুলাইয়ের মধ্যে বাফুফে ভবনের ক্যাম্পে ফেরার কথা তাদের। তবে যাওয়ার আগে ছয় দফা দাবিতে নারী ফুটবলারদের ‘আলটিমেটামে’ এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরইমধ্যে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে আট ফুটবলার সাতক্ষীরায় খেলতে গিয়ে সেই জটিলতা আরও গভীর করেছেন।

যদিও বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন আট ফুটবলারকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাবিনা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখলেও তার ডাকে সাড়া দিয়ে সাতক্ষীরায় খেলতে গিয়ে বিপাকে পড়েছেন বাকি সাত ফুটবলার।

ভবিষ্যতে ফুটবলারদের পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওরা ৩১ তারিখ ফেরার পর আমি অথরিটিকে জানাব। তারাই সিদ্ধান্ত নেবে কী করতে হবে।’

গত বছর সাফ শিরোপা জয়ের পর বেতন বৃদ্ধির দাবি ছিল নারী ফুটবলারদের। দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন বাফুফে সভাপতি। তবে ১০ মাসেও দাবি পূরণ হয়নি। এ কারণেই এবার ছুটিতে যাওয়ার আগে নিজেদের দাবিদাওয়ার কথা আবারও বাফুফের কাছে লিখিত আকারে দিয়ে গেছেন দেশকে শিরোপার স্বাদ এনে দেওয়া নারীরা।

ফুটবলারদের দাবিদাওয়ার মধ্যে আছে বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবি। পুরোনো এসব চাওয়ার সঙ্গে নতুন যোগ হয়েছে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার দাবি।

ছুটিতে যাওয়ার আগে নারী ফুটবলাররা জানিয়েছিলেন তাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পে আর ফিরছেন না তারা!

তবে মেয়েদের দাবি দাওয়ার বিষয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘মেয়েরা ছুটিতে গেছে। আগামীকাল (আজ) ক্যাম্পে ফিরবে। ক্যাম্পে ফিরলে ওদের সঙ্গে বসে দাবিদাওয়া নিয়ে কথা বলব’। সাতক্ষীরা খেলতে যাওয়ার প্রসঙ্গে বাফুফে বস বলেন, ‘শুনেছি সাবিনার সঙ্গে কয়েকজন খেলতে গেছে। ওখানে খেলতে যাওয়ার আগে অবশ্যই ওদের অনুমতি নেয়ার দরকার ছিল। ওরা যেহেতু বাফুফের চুক্তিভুক্ত ফুটবলার, না জানিয়ে খেলতে যাওয়ার জন্য অবশ্যই ওদের কাছে কৈফিয়ত চাইব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১০

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১১

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১২

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৩

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

১৪

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

১৫

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

১৬

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৮

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১৯

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

২০
X