স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অফ ফর্মে ভিনি-এমবাপ্পে, দ্রুত উন্নতির আহ্বান আনচেলত্তির

গোলের দেখা পাচ্ছে না এমবাপ্পে-ভিনিরা। ছবি : সংগৃহীত
গোলের দেখা পাচ্ছে না এমবাপ্পে-ভিনিরা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সেরা সব ফুটবলার দিয়ে ভর্তি রিয়াল মাদ্রিদ দল। এরকম তারকায় ঠাসা দলে আবার যোগ দিয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। তাই স্বাভাবিক ভাবেই ভাবা হচ্ছিল এবারের লিগ শিরোপাও যাবে রিয়ালের ঘরেই। তবে মৌসুম শুরুতে দেখা যাচ্ছে অন্য চিত্র।

স্প্যানিশ লা লিগায় তিন ম্যাচ শেষেই শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়ছে রিয়াল মাদ্রিদ। এরকম অবস্থায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তার দলের দ্রুত উন্নতির প্রয়োজনীয়তার কথা বলেছেন। লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর যা আরও সত্য বলে প্রমাণিত হচ্ছে। ম্যাচটিতে ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয়ার্ধের পেনাল্টি গোলে রিয়াল সমতা ফেরায়। কিন্তু তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার ড্র করায় দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ বাড়ছে।

কিলিয়ান এমবাপ্পে পুরো ৯০ মিনিট খেললেও, তার ৯টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারেন। এর ফলে তিনি টানা তৃতীয় ম্যাচেও গোল করতে ব্যর্থ হন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি তার হতাশা ব্যক্ত করে বলেন, ‘প্রথমার্ধে আমাদের খেলা খারাপ ছিল। আমরা গোল করতে সংগ্রাম করেছি এবং কঠিন ম্যাচের মধ্যে পড়ে গিয়েছিলাম। দলটি সঠিক ভারসাম্যে ছিল না, আমরা ধীরগতিতে বল চালাচ্ছিলাম এবং বল ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ছিল’।

‘মায়োর্কার বিপক্ষে যা ঘটেছিল, আজও একই সমস্যা দেখা গেছে। আমাদের দ্রুত উন্নতি করতে হবে এবং আমি বিশ্বাস করি আমরা তা করতে পারব।"

অথচ এই রিয়াল মাদ্রিদই মৌসুমের শুরু করেছিল উয়েফা সুপার কাপ জিতে, যেখানে এমবাপ্পে গোল করেছিলেন। তবে লা লিগায় মায়োর্কার বিপক্ষে ১-১ ড্র দিয়ে তারা লিগ মৌসুম শুরু করে। তারপর তারা রিয়াল ভায়াদলিদকে ৩-০ গোলে হারালেও লাস পালমাসের বিপক্ষে ড্র তাদের জন্য পুনরায় প্রশ্ন তুলে দিয়েছে, বিশেষ করে রিয়াল বেটিসের বিরুদ্ধে আসন্ন ম্যাচের আগে।

আনচেলত্তি উল্লেখ করেছেন যে তার দল গত মৌসুমের রক্ষণাত্মক স্থিতিশীলতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ‘আমরা কোনো অজুহাত খুঁজতে পারি না; আমাদের দ্রুত উন্নতি করতে হবে,’ আনচেলত্তি বলেন।

‘আমাকে কৌশল নিয়ে আরও স্পষ্ট হতে হবে এবং খেলোয়াড়দের জন্য পরিষ্কার নির্দেশনা দিতে হবে। এই তিনটি ম্যাচ আমাকে অনেক কিছু শিখিয়েছে যা ঠিক হচ্ছে না।’

লাস পালমাসের বিপক্ষে চারটি পরিবর্তন এনেও উন্নতির লক্ষণ দেখা যায়নি। লুকাস ভাসকেজ, ফেরল্যান্ড মেন্ডি, লুকা মডরিচ এবং ব্রাহিম ডিয়াজকে দলে আনলেও রিয়ালের খেলায় তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আনচেলত্তি বলেন,

‘আমাদের খেলা ধীর গতির, খেলোয়াড়দের মধ্যে মুভমেন্ট কম এবং রক্ষণাত্মকভাবে আমরা একসঙ্গে খেলতে পারছি না। আমরা অনেক ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছি, যা সমস্যার সৃষ্টি করছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং কোচ হিসেবে এটি আমার দায়িত্ব।’

তবে দল শক্তিশালী করতে আনচেলত্তি জানিয়েছেন যে, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই নতুন কোনো খেলোয়াড় যোগ দেওয়ার সম্ভাবনা নেই। তিনি স্পষ্টভাবে বলেন, "আমার দল সম্পূর্ণ।"

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই : সালাহউদ্দিন আহমদ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কঠোর অবস্থানে সিরিয়া

আ.লী‌গের দুই নেতা আটক

নির্বাচনী প্রচারণায় যে দুই জিনিস ব্যবহার নিষিদ্ধ

‘সুযোগ’ পেলে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

প্রথম সমাবর্তন না হলেও দ্বিতীয় সমাবর্তনের ফি দিতে বাধ্য করছে বুটেক্স

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

বিপিএলে দেখা যেতে পারে ওয়েলালাগে-উসমান খানকে

প্রতিপক্ষের গুলিতে আহত ইমরানও মারা গেছে

১০

ভারতের তাজ চলচ্চিত্র উৎসবে ‘ঊনাদিত্য’

১১

রাজধানীর মোহাম্মদপুরে মিলল ছাত্রদল নেতার লাশ

১২

‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্ত জনগণের’

১৩

নতুন সংকটে ইরান, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

১৪

আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৫

মাইলফলক স্পর্শ করতে লিটনের দরকার ৭১ রান

১৬

আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

১৭

‘জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় সরকারের’

১৮

কেউ কবরের পাশে দাঁড়ালে মৃত ব্যক্তি কি টের পান?

১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

২০
X