স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার পুনর্জন্মে রিয়ালের জন্য সতর্কতা

গোলের পর রাফিনিয়া ও ইয়ামালের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর রাফিনিয়া ও ইয়ামালের উল্লাস। ছবি : সংগৃহীত

ফুটবলের সৌন্দর্য গোল। আর রিয়াল ভায়াদোলিদকে নিয়ে সে খেলাই মেতে ওঠে বার্সেলোনা। একের পর এক গোলে তৈরি হয়েছে নতুন রেকর্ড। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদকে সতর্ক করল বার্সেলোনা।

নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ড গড়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। স্কোর শিটে নাম তুলেছেন রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমো, জুলস কুন্দে এবং ফেরান তোরেস। গোল না পেলেও অ্যাসিস্টে নতুন রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল।

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল বার্সা। লিগের চার ম্যাচের সব জিতে ১২ পয়েন্ট কাতালানদের। আর ৩ ম্যাচে ১ জয় আর ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে রিয়াল মাদ্রিদ। তবে এখনো মৌসুমের প্রায় পুরোটাই বাকি। ঘটতে পারে অনেক কিছু। গত মৌসুমে শিরোপাহীন বার্সার বড় জয়, নিঃসন্দেহে রিয়ালের জন্য সতর্কতাই।

যদিও ম্যাচে প্রথম গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট। ডিফেন্ডার পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করেন রাফিনিয়া। এর চার মিনিট পরে গোল ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। প্রথমার্ধের শেষ দিকে স্কোর সিটে নাম তোলেন কুন্দে।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। আর ৮ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। আর লা লিগায় এটি ছিল ইয়ামালের অষ্টম অ্যাসিস্ট। এতে নতুন এক রেকর্ডে নাম লেখান স্প্যানিশ তারকা।

এ পর্যন্ত লা লিগায় ৪২ ম্যাচে ১৪ গোলে (৬ গোল ও ৮ অ্যাসিস্ট) যুক্ত ইয়ামাল। একুশ শতকে অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের মধ্যে এমন কীর্তি নেই আর কারও। ৮২ মিনিটে গোল পান তরুণ তুর্কি ওলমো। এর তিন মিনিট পর গোল পান তোরেসও। সব মিলিয়ে প্রতিপক্ষের পোস্টে ১১ শট লক্ষ্যে রেখে ৭ গোল আদায় করে নেয় বার্সা। এর আগে সর্বশেষ ২০১৪ সালে ৭ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা, প্রতিপক্ষ ছিল ওসাসুনা।

২০১৬ সালে লা লিগায় পেয়েছিল এর চেয়ে বড় জয়। সেবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

ভেনেজুয়েলা সংকট / যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

১০

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১১

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

১২

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

১৩

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

১৪

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা / বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোগ নেন তিনি  

১৫

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

১৬

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

১৭

এক মাসের জন্য বাদ দিন চিনি

১৮

নদীজুড়ে কুয়াশা, স্থবির ঢাকা-কালাইয়া নৌরুট

১৯

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

২০
X