স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে মেসিকে রোনালদোর খোঁচা?

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরোনো ছবি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরোনো ছবি

ফুটবল ইতিহাসে আরও একটি নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯০০ গোল করার অনন্য কীর্তি গড়েন পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় রবার্তো মার্তিনেজের শিষ্যরা। এ ম্যাচের দলের দ্বিতীয় গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন সিআরসেভেন।

এর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বকাপ জয় নয় ফুটবলকে উপভোগ করাই তার একমাত্র অনুপ্রেরণা। পর্তুগিজ কিংবদিন্ত বলেন, ‘পর্তুগালের ইউরো জেতা বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে দুটি শিরোপা জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম। আমি এতে মোটিভেটেড নই। আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আসে।’

২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরোয় চ্যাম্পিয়ন হয় পর্তুগাল, যা ছিল দেশটির জাতীয় ফুটবল দলের প্রথম শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের উদ্বোধনী আসরেরও ট্রফি ওঠে রোনালদোর পর্তুগালের হাতে।

ক্যারিয়ারের ৯০০ গোল করেন তিনি আরও বলেন, ‘৯০০ গোল করাটা অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়, কিন্তু শুধু আমিই জানি ৯০০তম গোল করতে প্রতিদিন পরিশ্রম করা কতটা কঠিন। এটা আমার ক্যারিয়ারের অনন্য মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না... রেকর্ডই আমাকে তাড়া করে!’

প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা পর্তুগিজ কিংবদন্তি, একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে ২১৩ ম্যাচে তার গোল ১৩১টি। আর ক্লাব ফুটবলে তার গোল ৭৬৯টি।

সব প্রতিযোগিতা মিলিয়ে বর্তমান ক্লাব আল নাসরের হয়ে তার গোল ৬৮টি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১ ও স্পোর্তিং লিসবনের হয়ে ৫ গোল আছে।

ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর পরের লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার গোল ৮৪২ গোলটি। এ ছাড়া ৭৬৫ গোল নিয়ে তালিকার তিন নম্বরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে এ পর্যন্ত ৩৩টি ট্রফি জিতেছেন পর্তুগিজ কিংবদন্তি। আর রেকর্ড ৪৫ ট্রফি মেসির। তবে মেসির চেয়ে ৬২ গোল বেশি করেছেন রোনালদো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

১০

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

১১

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১২

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১৪

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৫

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৬

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৮

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৯

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

২০
X