ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সম্পর্কে ভাড়া পড়েছে গত মৌসুমেই। তার মূল কারণ পিএসজির মধ্যমণি কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার দল বদল নিয়েই পিএসজি ও রিয়াল মাদ্রিদ এখন একে অপরের ঘোর শত্রুতে পরিণত হয়েছে। দলের সেরা খেলোয়াড়কে কেউ টান দিলে কোনো ক্লাবই খুশি হয় না। পিএসজির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। দলের প্রধান ভরসা এমবাপ্পের দিকে নজর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
ইউরোপের বড় দুই ক্লাবের সেই বৈরিতা আরও গাঢ় হয়েছে সাম্প্রতিক সময়ে। বারবার মানা করা সত্ত্বেও এবং পিএসজিকে না জানিয়ে দলের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে অবৈধভাবে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টার অভিযোগ আছে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। তাই স্প্যানিশ জায়ান্টদের ওপর বিরক্ত হয়েই ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
এমবাপ্পে অবশ্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াবেন না। পিএসজির হাতে এমবাপ্পের সঙ্গে চুক্তি বাড়ানোর সময় ছিল জুলাইয়ের শেষ দিন পর্যন্ত। চুক্তি বাড়াতে না পারায় এখন এমবাপ্পে ফ্রি ট্রান্সফারেই চলে যেতে পারবেন পছন্দের যেকোনো ক্লাবে।
ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন-এমবাপ্পে ইতিমধ্যেই ১৬০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাসে রিয়াল মাদ্রিদে যোগদানের চুক্তি সেরে ফেলেছেন। কিন্তু ফিফার আইন অনুযায়ী এরকম চুক্তি করা পুরোপুরি নিষিদ্ধ। যেহেতু রিয়াল মাদ্রিদ পিএসজিকে না জানিয়েই তাদের বেতনভুক্ত খেলোয়াড়কে নিজেদের দলে ভেড়াতে চলছে, তাই এটি ফিফার আইন পরিপন্থি। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অভিযোগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে পিএসজির, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এমনটাই দাবি।
তবে যদি কার্লো আনচেলত্তির দল এমবাপ্পেকে কেনার জন্য পিএসজির শরণাপন্ন হয় তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।
মন্তব্য করুন