স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পে মানেই শিরোপা নয়: অ্যাগুয়েরো

সার্জিও অ্যাগুয়েরো ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
সার্জিও অ্যাগুয়েরো ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগ দুটোকেই সবাই ভাবে একে অপরের সমার্থক হিসেবে। আর ভাববেই না কেন? ২০১৪ সালের পরই যে ৬ বার ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় শিরোপা ঘরে তুলেছে লস ব্লাঙ্কোসরা। এবার আবার তারা দলে ভিড়িয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি এই ফরোয়ার্ড নিজের ক্যারিয়ারে জিতেছেন বিশ্বকাপসহ অনেক ট্রফি; তবে চ্যাম্পিয়ন্স লিগ অধরাই থেকে গেছে তার। আশা করছিলেন রিয়ালে প্রথম মৌসুমেই জিতবেন এই ট্রফি; তবে কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো মনে করেন এই ট্রফি জেতানো কঠিন হবে এমবাপ্পের জন্য।

বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের রিয়াল মাদ্রিদে যোগদান সত্ত্বেও বার্সেলোনার সাবেক তারকা সার্জিও অ্যাগুয়েরো মনে করেন, যে বিশ্বকাপজয়ী এই তারকা ফরোয়ার্ডকে দলে টানা মানেই রিয়ালের আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিশ্চিত হওয়া নয়।

গত মৌসুমে রেকর্ড ১৫তম ইউরোপিয়ান কাপ জেতা মাদ্রিদ, এবার এমবাপ্পেকে দলে টেনে হইচই ফেলে দেয়। ২০২২ সালে প্যারিস সেন্ট-জার্মেইনে (পিএসজি) তার চুক্তি নবায়নের পর রিয়ালের কাছে প্রথমে ধাক্কা খেয়েছিল। তবে এই গ্রীষ্মে এমবাপ্পে তাদের শিবিরে যোগ দেন। রিয়ালের হয়ে প্রথম ছয় ম্যাচে চার গোল করে এবং উয়েফা সুপার কাপ জয়ে অবদান রেখে এমবাপ্পে ইতোমধ্যে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

তবুও, ইউরোপিয়ান ফুটবলে অভিজ্ঞ অ্যাগুয়েরোর মতে, এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা সহজ হবে না রিয়ালের জন্য।

স্টেক.কমে দেওয়া সাক্ষাৎকারে অ্যাগুয়েরো বলেন, ‘রিয়াল মাদ্রিদকে কখনোই খাটো করে দেখা যায়নি। সেটা বলার দরকার নেই। এমবাপ্পের যোগদান তাদের আরও বড় হুমকি হিসেবে তৈরি করে। আমি মনে করি, সে লা লিগার পরবর্তী পিচিচি (সেরা গোলদাতা) হবে। তবে একক খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগ জেতার নিশ্চয়তা দেয় না। দলই জিততে পারে। যেটি মাদ্রিদকে এই মুহূর্তে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, অন্য শীর্ষ দলগুলোও শিরোপার জন্য কঠোর লড়াই করবে, ‘অনেক দল চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় এবং তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে।’

২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট পরিবর্তন হওয়ায় প্রতিযোগিতা আগের চেয়ে আরও কঠিন হয়ে উঠেছে। এবার গ্রুপ পর্বে দুটি অতিরিক্ত ম্যাচ এবং দুই লেগের প্লে-অফ রাউন্ড যোগ হয়েছে। আগুয়েরো স্বীকার করেন, এবার লড়াইটা আরও কঠিন হবে। ‘দেখতে হবে কীভাবে সবকিছু গড়ে ওঠে। পরিবর্তনগুলো বড়, সবার জন্য অভ্যস্ত হতে সময় লাগবে। এরপরই আমরা এর সঠিক মূল্যায়ন করতে পারব,’ তিনি যোগ করেন।

পিএসজি বা মোনাকোর হয়ে এমবাপ্পে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। তবে ২০২০ সালে ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পরাজিত হয়েছিলেন। এবার রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় মহাদেশে নতুন যাত্রা শুরু করবেন, যেটি স্টুটগার্টের বিপক্ষে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক ভুয়া ভোট করেছিল আ.লীগ : ড. মঈন

ভিয়েতনামে হার দিয়ে শুরু বাংলাদেশের

ইনু-মেননরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন নয়, প্রশ্ন রাশেদের

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ

যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন

সম্পর্ক মধুর রাখতে বিশেষজ্ঞদের ৭ পরামর্শ

১৯৮৮ সালের পর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, নিহত ৩০

জাপাসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

ভারত-রাশিয়ার সম্পর্ককে সম্মান করি, কিন্তু...

শহীদ রাজিবুলের মা / ছেলের আয়ু কম জানলে নিজেকে গড়ার চেষ্টা করতাম না

১০

কাদের খুশি করতে গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি হলো : আহমাদুল্লাহ

১১

আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের নিয়ে গোলটেবিল অনুষ্ঠিত

১২

লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস

১৩

চাঁদাবাজদের মানুষ ক্ষমতায় দেখতে চায় না : চরমোনাই পীর

১৪

সাবেক অধিনায়কের কোটায় বিসিবির নির্বাচন করবেন তিনি

১৫

নির্বাচনের আগে পুলিশে যুক্ত হচ্ছে আরও ৪০০০ এএসআই : আইজিপি

১৬

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

১৭

দ্রুত সংস্কার না হলে কেডিএ ঘেরাওয়ের ঘোষণা

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি 

১৯

খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া আফগানরা, রয়েছে আতঙ্ক 

২০
X