স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দাপুটে জয়ের পরেও টের স্টেগেনের ইনজুরি ভাবাচ্ছে বার্সাকে

ইনজুরিতে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠে যাচ্ছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত
ইনজুরিতে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠে যাচ্ছেন টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে। তবে ম্যাচের প্রথমার্ধে শেষে গোলরক্ষক ও অধিনায়ক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোটে চিন্তায় পড়েছে দলটি।

রোববার (২২ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে রবার্ট লেভানডভস্কি ও রাফিনহার দুই গোলে সহজ জয় পায় বার্সা। দলের হয়ে আরেকটি গোল করেন পাবলো তোরে। এই জয়ে বার্সা ছয় ম্যাচ থেকে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করলো।

তবে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোলকিপার টের স্টেগেনের চোট নিয়ে মাঠ ছাড়ার মুহূর্তটি বার্সার জন্য ছিল চিন্তার বিষয়। ৩২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক বল ধরতে গিয়ে তার ডান হাঁটুর চোট পান, পরে স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়।

টের স্টেগেনের জায়গায় নামা ইন্যাকি পেনা গুরুত্বপূর্ণ কিছু সেভ করেন, বিশেষ করে সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপের একটি প্রচেষ্টা তিনি দুর্দান্তভাবে রুখে দেন, যখন বার্সা ২-১ গোলে এগিয়ে ছিল।

এর আগে বার্সার নতুন সেনসেশন ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল বার্সার হয়ে একটি দুর্দান্দ শট নেন এবং রাফিনহার একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০তম মিনিটে পাবলো তোরের পাস থেকে লেভানডভস্কি প্রথম গোল করে বার্সাকে এগিয়ে নেন।

১৫ মিনিট পর লেভানডভস্কি তার দ্বিতীয় গোলটি করেন, এরিক গার্সিয়ার শট ভিয়ারিয়ালের গোলরক্ষক ফেরালে ফিরতি বলটি অক্রোব্যাটিক এক শটে জালে জড়ান তিনি।

তবে ভিয়ারিয়াল দ্রুতই ম্যাচে ফিরে আসে, ৩ মিনিট পর আয়োজে পেরেজ নিকোলাস পেপের ক্রস থেকে এক স্পর্শে গোল করে ব্যবধান কমান।

ঘরের দল সমতা আনার চেষ্টা চালালেও, বার্সেলোনার জন্য ম্যাচের দখল পুনরুদ্ধার করেন পাবলো তোরে। এরপর লেভানডভস্কির পেনাল্টি মিস হলেও রাফিনহা ৯ মিনিটের ব্যবধানে দু’টি গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে বার্সেলোনা লা লিগায় শীর্ষস্থান সুসংহত করলো। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্ট এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচ শেষে লেভানডভস্কি বলেন, ‘বাইরে থেকে জিতে পাঁচটি গোল এবং তিনটি পয়েন্ট পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি আমাদের কী করতে হবে, এবং এই মৌসুমে দ্রুত আক্রমণে যাওয়ার দিকেই নজর দিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

ডানা মেলেছে স্বপ্নের পাঁচপুকুরিয়া সেতু

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১১

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

সম্পর্ক গভীর করতে ভালোবাসা বোঝার পাঁচটি ভাষা জানুন

‘কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না’

১০

ডাকসুর এক ভিপি প্রার্থী গ্রেপ্তার

১১

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল

১২

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

১৩

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে : রাষ্ট্রদূত আনসারী

১৪

রাকসুর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

১৫

কখনো কোমরপানি, কখনো কোলে চড়ে স্কুলে যায় শত শিক্ষার্থী

১৬

সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

১৭

বিপিএল মাতানো ক্রিকেটারকে ‘মুক্তি’ দিলেন আইপিএল খেলা ক্রিকেটার

১৮

ইরান ও পাক সেনাপ্রধানের ফোনালাপ, আলোচনায় ছিল যেসব বিষয়

১৯

বাচ্চা পটি করতে চাইছে না? জেনে নিন কী করবেন

২০
X