স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটির জন্য বড় দুঃসংবাদ, ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির

আর্সেনালের বিপক্ষে রদ্রির সেই ইনজুরি। ছবি : সংগৃহীত
আর্সেনালের বিপক্ষে রদ্রির সেই ইনজুরি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও বর্তমান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রি ইনজুরিতে পড়ে ফুটবল মৌসুমের বাকি অংশের জন্য ছিটকে গেছে বলে মনে করা হচ্ছে। রোববার (২২ সেপ্টেম্বর) আর্সেনালের বিপক্ষে ড্র করা ম্যাচে তার ডান হাঁটুতে গুরুতর ইনজুরির শিকার হন। এরপর সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে করা পরীক্ষায় দেখা গেছে যে, রদ্রির অ্যান্তেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিখ্যাত ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রদ্রির ইনজুরির ব্যাপারে আরও পরীক্ষা করা হবে, তবে সবকিছুই এসিল ইনজুরির দিকে ইঙ্গিত করছে। এর ফলে তার বার্সেলোনায় অস্ত্রোপচার করতে হতে পারে।

রদ্রি স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তার এই ইনজুরি ম্যানসিটির পঞ্চম শিরোপা জয়ের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে। এছাড়া, রদ্রির নাম এবার ব্যালন ডিঅর জয়ের অন্যতম ফেভারিট হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচের ২১তম মিনিটে রদ্রি হাঁটুতে চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর তাকে তুলে নেওয়া হয়। এটি ছিল এই মৌসুমে প্রিমিয়ার লিগে তার শুরুর একাদশে থাকা প্রথম ম্যাচ। ম্যান সিটি অবশ্য শেষ মুহূর্তে জন স্টোনসের গোলে ২-২ ড্র করতে সক্ষম হয়, যা তাদের ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাখে।

রদ্রির এই ইনজুরি নিয়ে তার অনুপস্থিতি দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, বিশেষ করে তাদের সেরা ফর্ম ধরে রাখার প্রচেষ্টায়। গত মৌসুমে রদ্রি ক্লাব ও দেশের হয়ে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন এবং এই সূচির চাপে খেলোয়াড়দের উদ্বেগের বিষয়েও তিনি সম্প্রতি কথা বলেছেন।

গত সপ্তাহে রদ্রি একটি সাক্ষাৎকারে বলেন, খেলোয়াড়রা অনেক বেশি ম্যাচ খেলার চাপের কারণে প্রায় ধর্মঘটের পথে আছে। তিনি বলেছিলেন, ‘আমরা প্রায় সেই পর্যায়ে চলে এসেছি। এটি শুধু আমার কথা নয়, প্রায় সব খেলোয়াড়ের মতামত। আমরা যদি এভাবে চলতে থাকি, তবে এক সময় এসে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজ হারের পরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-সাকিবের

তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান!

পাইকগাছায় ১১০ বিঘা সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টা

চার বছর পর টেস্ট দলে ফিরছেন আর্চার

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান পালনের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ভারতে ঢুকেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পলাতক আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

পানিতে ফেলে যমজ মেয়েকে হত্যা করেন মা 

১০

চব্বিশের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে ঐক্য নয় : জমিয়ত

১১

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, ৭ সিনিয়র আটক

১২

মুরাদনগরের সেই নারীর ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ ৫ দিনের রিমান্ডে

১৩

পরিবেশবান্ধব ভাস্কর্যের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

১৪

এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

১৫

ভারি বর্ষণে যমুনায় বাড়ছে পানি

১৬

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

১৭

সেমির আগে রিয়াল মাদ্রিদের বিমান দুর্ভোগ, প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলা

১৮

এরদোয়ানকে অপমান করায় তুরস্কে ইলন মাস্কের চ্যাটবট ব্লক

১৯

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

২০
X