স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলে ফিরছেন ক্লপ

ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

২০২৩-২৪ ফুটবল মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়েন লিভারপুলের কিংবদন্তি কোচ ইয়র্গেন ক্লপ। তখন অবশ্য বলেছিলেন মানসিক শান্তির জন্য বিরতি নিচ্ছেন তিনি। সেই বিরতি কবে শেষ হবে তিনি জানেন না। অবশেষে বিরতি শেষ হচ্ছে ক্লপের আবারও ফুটবলে ফিরছেন তিনি।

লিভারপুলের সাবেক কোচ ক্লপ নিযুক্ত হয়েছেন রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে। লিভারপুলের সাবেক এই ম্যানেজার ইয়র্গেন ক্লপকে রেড বুলের গ্লোবাল হেড অফ সকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৭ বছর বয়সী এই জার্মান কোচ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

‘প্রায় ২৫ বছর ধরে মাঠের পাশে থাকার পর, এমন একটি প্রজেক্টে যুক্ত হতে পারাটা ভীষণ রোমাঞ্চকর,’ বলেন ক্লপ। ‘ভূমিকা পরিবর্তন হলেও ফুটবলের প্রতি আমার ভালবাসা এবং যারা খেলাটিকে গড়ে তোলে তাদের প্রতি আবেগ আগের মতোই রয়ে গেছে।’

এনার্জি ড্রিংক ব্র্যান্ড রেড বুল জার্মানির বুন্দেসলিগায় আরবি লাইপজিগ, অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ, এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের মালিক। এছাড়াও, ব্রাজিলের রেড বুল ব্রাগান্টিনোর মালিক এবং ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব লিডসের অংশীদার, যারা এ বছরই তাদের জার্সি স্পনসর হিসেবে রেড বুলকে যুক্ত করেছে।

রেড বুলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্লপ সরাসরি দৈনন্দিন কার্যক্রমে যুক্ত থাকবেন না, তবে দলগুলোর খেলার কৌশল, ট্রান্সফার নীতি এবং কোচিং উন্নয়নের ওপর পরামর্শ দেবেন।

রেড বুলের সিইও অলিভার মিন্টজলাফ বলেন, ‘ইয়র্গেন ক্লপ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তার অসাধারণ দক্ষতা ও ক্যারিশমা আমাদের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’

ক্লপ লিভারপুলে নয় বছরের সময়কালে আটটি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগ। ২০২৩-২৪ মৌসুমের শেষে তিনি লিভারপুল থেকে সরে দাঁড়ান। তিনি ২০০১ সালে ম্যানেজার হিসেবে মাইঞ্জে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৮ সালে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন, যেখানে তিনি দুটি বুন্দেসলিগা শিরোপা জেতেন এবং ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছান।

রেড বুল ইতিমধ্যে হকি, এক্সট্রিম স্পোর্টস, মোটরস্পোর্টস এবং ফর্মুলা ১-এ বিনিয়োগ করেছে। রেড বুল রেসিং বর্তমানে ফর্মুলা ১-এর চালক এবং নির্মাতাদের শিরোপা ধরে রেখেছে। ক্লপের নিয়োগ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন জানুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় প্রবাসীকে হত্যা, ৪ বাংলাদেশিসহ আটক ৬

ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড 

জন্মদিন যেভাবে উদযাপন করলেন পরী

এই সীমান্তের ৭০ শতাংশ বাসিন্দা মাদক ও চোরাচালানে জড়িত 

জাজিরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তারুণ্যের ভাবনায় আগামীর নতুন বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের আগে উইন্ডিজ দলে পরিবর্তন

দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, আমেরিকাকে মাদুরো

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

১০

বাংলাদেশ দলে কে নেয় সিদ্ধান্ত? প্রশ্নের জবাবে মুখ খুললেন মিরাজ

১১

দ্রুত চার্জিং কি ফোনের ব্যাটারি ক্ষতি করে, যা বলছেন বিশেষজ্ঞরা

১২

ভোটকেন্দ্রে আনসার সদস্যদের ভূমিকা কী থাকবে, জানালেন ডিজি

১৩

বাড়তি দামে মিলছে শীতের সবজি

১৪

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

আগামী ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

১৬

এই ৫ খাবারের সঙ্গে পানি খাওয়া বিপজ্জনক

১৭

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা বৃত্তির সুযোগ

১৮

নরসিংদীতে বাসচাপায় অটোচালকসহ নিহত ৩

১৯

পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর শিবরামপুর

২০
X