স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ইউরোপিয়ান দলবদল

ভাঙল বুঝি এমবাপ্পে-পিএসজি সম্পর্ক

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

২০২২ সালের শুরুতে রিয়াল মাদ্রিদ, নাকি পিএসজি—কোথায় হবে কিলিয়ান এমবাপ্পের গন্তব্য? এ নিয়ে সরগরম ছিল ফুটবলবিশ্ব। নানা নাটকীয়তার পর ফরাসি স্ট্রাইকার জানিয়েছিলেন, পিএসজিতেই থাকছেন তিনি। তবে এক বছর চলতে না চলতেই সম্ভবত একই নাটকের পুনরাবৃত্তি ঘটতে চলছে। ফরাসি ও ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এমবাপ্পে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন— তিনি আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নন।

এমবাপ্পেকে ধরা হয় মেসি-রোনালদোর পর ফুটবলবিশ্বের পরবর্তী তারকা হিসেবে। তাই রিয়াল মাদ্রিদসহ অন্য বড় ক্লাবগুলো প্রতিভাবান এই স্ট্রাইকারকে পেতে অনেক আগ্রহী ছিল।

২০২২ ফুটবল মৌসুমের শুরুতে এমবাপ্পের বিখ্যাত স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। তবে গত গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তার পর থেকে রিয়াল মাদ্রিদের উৎসাহে ভাটা পড়ে। এমবাপ্পে ফুটবল-সংশ্লিষ্টদের অবাক করে দিয়ে গত বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। আশাহত রিয়াল মাদ্রিদও তাকে পাওয়ার দৌড় থেকে সরে আসে। খবর অনুযায়ী, লস ব্লাঙ্কোস শিবির ঠিক করে তারা আর এমবাপ্পের পেছনে ঘুরবে না। এর পর থেকে এমবাপ্পের দলবদল নিয়ে নীরব ছিল ফুটবলবিশ্ব। এবারের দলবদলের মৌসুমেও তাই স্বাভাবিকভাবে তাকে নিয়ে আগ্রহ ছিল কম। তবে পিএসজিকে দেওয়া এক চিঠিতে এমবাপ্পে নিজেই জন্ম দিয়েছেন আলোচনার।

২০২২ সালের মে মাসে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন এমবাপ্পে। জুন-২০২৪ পর্যন্ত ফরাসি ক্লাবটিতেই থেকে যাওয়ার কথা তার। তবে এ চুক্তির মধ্যে একটি শর্ত ছিল। তাতে বলা আছে, এমবাপ্পে যদি চান, তাহলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। সোমবার (১২ জুন) পিএসজিকে দেওয়া এক চিঠিতে তিনি জানিয়েছেন, ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। এমন সংবাদ মুহূর্তের মধ্যে তৈরি করে ফুটবল অঙ্গনে ঝড়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফরাসি এই ফরোয়ার্ডের এমন চিঠিতে বেকায়দায় পড়েছে পিএসজি। এমবাপ্পে চুক্তির মেয়াদ না বাড়ানোর অর্থ ২০২৪-এর জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন যে কোনো ক্লাবই বিনামূল্যে তাকে দলে নিতে পারবে। যদি একান্তই এমবাপ্পেকে প্যারিসে থাকার জন্য রাজি না করানো যায়, তবে অন্য কোথাও বিক্রি করে দিতে চায় পিএসজি কর্তৃপক্ষ। আর তাই নতুন চুক্তি না হলে এ মৌসুমের দলবদলের বাজারে থাকতে পারে কিলিয়ান এমবাপ্পের নামও।

এই খবরে নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদসহ ইউরোপিয়ান অন্য বড় ক্লাবগুলো। ফরাসি এই তারকা আগেও কয়েকবার রিয়ালে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। এদিকে, স্প্যানিশ জায়ান্টরাও আছে নতুন স্ট্রাইকারের খোঁজে। এ অবস্থায় এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদের মিলন এ মৌসুমেই হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক’

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যু / সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

১০

আপনার নেতৃত্ব ভারত-বাংলাদেশের অংশীদারত্বে ‘নতুন সূচনা’ নিশ্চিত করবে

১১

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

১২

বিশ্বরঙে চলছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ বছর আগের স্মৃতিতে কাতর স্কুলশিক্ষক

১৪

রয়টার্সকে সাক্ষাৎকার / ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের

১৫

এনসিপির ইসি গ্রুপ থেকে বের করার পর পদত্যাগ খালেদ সাইফুল্লাহর

১৬

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

১৭

তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা

১৮

এনবিআরের ১৭ কমিশনারকে একযোগে বদলি

১৯

‘থ্রি ইডিয়েডস’ নিয়ে যা বললেন মাধবন

২০
X