স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ইউরোপিয়ান দলবদল

ভাঙল বুঝি এমবাপ্পে-পিএসজি সম্পর্ক

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

২০২২ সালের শুরুতে রিয়াল মাদ্রিদ, নাকি পিএসজি—কোথায় হবে কিলিয়ান এমবাপ্পের গন্তব্য? এ নিয়ে সরগরম ছিল ফুটবলবিশ্ব। নানা নাটকীয়তার পর ফরাসি স্ট্রাইকার জানিয়েছিলেন, পিএসজিতেই থাকছেন তিনি। তবে এক বছর চলতে না চলতেই সম্ভবত একই নাটকের পুনরাবৃত্তি ঘটতে চলছে। ফরাসি ও ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এমবাপ্পে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন— তিনি আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী নন।

এমবাপ্পেকে ধরা হয় মেসি-রোনালদোর পর ফুটবলবিশ্বের পরবর্তী তারকা হিসেবে। তাই রিয়াল মাদ্রিদসহ অন্য বড় ক্লাবগুলো প্রতিভাবান এই স্ট্রাইকারকে পেতে অনেক আগ্রহী ছিল।

২০২২ ফুটবল মৌসুমের শুরুতে এমবাপ্পের বিখ্যাত স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। তবে গত গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তার পর থেকে রিয়াল মাদ্রিদের উৎসাহে ভাটা পড়ে। এমবাপ্পে ফুটবল-সংশ্লিষ্টদের অবাক করে দিয়ে গত বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। আশাহত রিয়াল মাদ্রিদও তাকে পাওয়ার দৌড় থেকে সরে আসে। খবর অনুযায়ী, লস ব্লাঙ্কোস শিবির ঠিক করে তারা আর এমবাপ্পের পেছনে ঘুরবে না। এর পর থেকে এমবাপ্পের দলবদল নিয়ে নীরব ছিল ফুটবলবিশ্ব। এবারের দলবদলের মৌসুমেও তাই স্বাভাবিকভাবে তাকে নিয়ে আগ্রহ ছিল কম। তবে পিএসজিকে দেওয়া এক চিঠিতে এমবাপ্পে নিজেই জন্ম দিয়েছেন আলোচনার।

২০২২ সালের মে মাসে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন এমবাপ্পে। জুন-২০২৪ পর্যন্ত ফরাসি ক্লাবটিতেই থেকে যাওয়ার কথা তার। তবে এ চুক্তির মধ্যে একটি শর্ত ছিল। তাতে বলা আছে, এমবাপ্পে যদি চান, তাহলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। সোমবার (১২ জুন) পিএসজিকে দেওয়া এক চিঠিতে তিনি জানিয়েছেন, ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। এমন সংবাদ মুহূর্তের মধ্যে তৈরি করে ফুটবল অঙ্গনে ঝড়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফরাসি এই ফরোয়ার্ডের এমন চিঠিতে বেকায়দায় পড়েছে পিএসজি। এমবাপ্পে চুক্তির মেয়াদ না বাড়ানোর অর্থ ২০২৪-এর জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন যে কোনো ক্লাবই বিনামূল্যে তাকে দলে নিতে পারবে। যদি একান্তই এমবাপ্পেকে প্যারিসে থাকার জন্য রাজি না করানো যায়, তবে অন্য কোথাও বিক্রি করে দিতে চায় পিএসজি কর্তৃপক্ষ। আর তাই নতুন চুক্তি না হলে এ মৌসুমের দলবদলের বাজারে থাকতে পারে কিলিয়ান এমবাপ্পের নামও।

এই খবরে নড়েচড়ে বসেছে রিয়াল মাদ্রিদসহ ইউরোপিয়ান অন্য বড় ক্লাবগুলো। ফরাসি এই তারকা আগেও কয়েকবার রিয়ালে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। এদিকে, স্প্যানিশ জায়ান্টরাও আছে নতুন স্ট্রাইকারের খোঁজে। এ অবস্থায় এমবাপ্পে আর রিয়াল মাদ্রিদের মিলন এ মৌসুমেই হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থ্রেডসে নতুন ‘ঘোস্ট পোস্ট’

দুঃসময়ে যার কাছে সাহায্য চেয়েছিলেন শাহরুখ

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

নাশতা বাদ দেওয়া কি স্বাস্থ্যের জন্য খারাপ, কী বলছে গবেষণা

এমবাপ্পে-বেলিংহ্যাম ঝলকে মাদ্রিদের বড় জয়

ফের প্রেমে পড়েছেন মালাইকা

ভারী বৃষ্টির পর ঢাকার বাতাসে কতটা দূষণ

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

শেষ মুহূর্তে মেসির গোলও থামাতে পারল না মায়ামির হার

চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত

১০

ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি

১১

নিহতের সংখ্যা ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিল তানজানিয়া সরকার

১২

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৩

আল-ফাশির দখলে নিয়ে যুদ্ধাপরাধ করছে আরএসএফ : জাতিসংঘ

১৪

ঝিনাই নদীতে নিখোঁজ বৈশাখীর মরদেহ উদ্ধার

১৫

০২ নভেম্বর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ

১৮

৭ অভ্যাসে মাত্র ৫০ দিনেই বদলে যেতে পারে আপনার জীবন

১৯

আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X