ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জেস্কো গাভারদিওল ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মধ্যকার চলা দীর্ঘদিনের গুঞ্জনই অবশেষে সত্যি হলো। পাঁচ বছরের চুক্তিতে সিটিজেনদের হয়ে চুক্তিবদ্ধ হলেন লাইপজিগ ও ক্রোয়াট ডিফেন্ডার জেস্কো গাভারদিওল।
শনিবার (৫ আগস্ট) জার্মান ক্লাব আর বি লাইপজিগ থেকে ৯০ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে যোগ দিলেন গাভারদিওল। ইংলিশ জায়ান্টদের হয়ে ২০২৭ সাল পর্যন্ত ইতিহাদে খেলবেন বিশ্বের দ্বিতীয় দামি এ ডিফেন্ডার।
গাভারদিওল এখন ফুটবল ইতিহাসের দ্বিতীয় দামি ডিফেন্ডার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ৯৩ মিলিয়ন ইউরোতে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড।
গ্রীষ্মকালীন দলবদলে ম্যানসিটির এটি দ্বিতীয় সাইনিং। এর আগে চেলসি থেকে আরেক ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচকে দলে টানে এ বছর ট্রেবল জয়ীরা। ২০১৯ সালে ক্রোয়েশিয়ার ডাইনামো জাগরেবের দলের মূল দলে অভিষেক ঘটলে আলোচনায় আসেন গাভারদিওল।
পরের বছর ডাইনামো জাগরেব থেকে ১৮ মিলিয়ন ইউরোতে দলে টেনে নেয় জার্মান ক্লাব আর বি লাইপজিগ। জার্মান ক্লাবটিতে খেলার সময়ে ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসেন গাভারদিওল। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেরা ডিফেন্ডার নির্বাচিত হলে হুমড়ি খেয়ে পড়ে ম্যানসিটি-রিয়াল মাদ্রিদের মতো ফুটবল পরাশক্তিরা।
সিটিতে নাম লিখিয়েই ইংলিশ ক্লাবটিকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে দাবি করেন বর্তমান বিশ্বের সেরা এই ডিফেন্ডার। গাভারদিওল বলেন, ‘গত মৌসুমে যারাই ম্যানসিটির খেলা দেখেছে, তারা জানে সিটি বর্তমান বিশ্বসেরা ক্লাব। আমার ও আমার পরিবার সিটিতে যোগ দিয়ে খুবই খুশি। তাছাড়া পেপের (গার্দিওলা) সঙ্গে কাজ করে আমার খেলার মান আরও ভালো হবে।’
মন্তব্য করুন