শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গোলের পর ভক্তের যে আবদার পূরণ করলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে মাঠে ভক্তদের কাছ থেকে সেলফির অনুরোধ পাওয়া নতুন কিছু নয়। তবে শনিবার (১২ অক্টোবর) ইউরোপিয়ান নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৩-১ ব্যবধানে জয়ের সময় ঘটে যাওয়া একটি বিশেষ মুহূর্ত আবারও ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, রোনালদো যখন তার দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন, তখনই এক ভক্ত সাহস করে মাঠে ঢুকে তার কাছে এসে সেলফির অনুরোধ জানায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও রোনালদো সেই ভক্তের অনুরোধের প্রতি আন্তরিকতা দেখিয়ে নিরাপত্তাকর্মীদের অপেক্ষা করতে বলেন। রোনালদো তার স্বাভাবিক সৌজন্যতায় ভক্তের সঙ্গে সেলফি তোলেন, যা দেখে দর্শকরাও আনন্দে উল্লাস করেন। এর পরপরই খেলা পুনরায় শুরু হয়।

পর্তুগালের হয়ে রোনালদোর এই গোলটি তার অসাধারণ ক্যারিয়ারের ৯০৬তম গোল। এবারের নেশনস লিগে এটি তার তৃতীয় গোল, যা তার ফর্মের ধারাবাহিকতা প্রমাণ করে। রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এই জয়ের মাধ্যমে নেশনস লিগে তাদের টানা তৃতীয় জয় অর্জন করেছে। এই জয়ের ফলে দলটি বর্তমানে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে।

এই জয় তাদের নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে দিয়েছে। আসন্ন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে একটি জয় তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। স্কটল্যান্ড বর্তমানে গ্রুপের তলানিতে রয়েছে, ফলে রোনালদো ও তার দল এই সুযোগটি কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে চাইবে।

রোনালদো এর আগেও বেশ কয়েকবার মাঠে ভক্তদের কাছ থেকে সেলফির অনুরোধ পেয়েছেন। ইউরো ২০২৪-এও এমন ঘটনা ঘটে, যেখানে প্রথমদিকে তিনি ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেও পরে একাধিকবার এমন ঘটনার পুনরাবৃত্তি তাকে কিছুটা বিরক্ত করে তোলে। তবে পোল্যান্ডের বিপক্ষে এই বিশেষ মুহূর্তে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলারই নন, বরং ভক্তদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করা একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বও বটে।

যদিও মাঠে ভক্তদের এমন আচরণ সাধারণত অনুৎসাহিত করা হয়, কিন্তু রোনালদোর সঙ্গে সেলফি তোলা ভক্তের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে রইল। খেলায় এই ঘটনা পর্তুগালের জয়কে ছাপিয়ে যায়নি, বরং রোনালদোর ভক্তদের প্রতি ভালবাসা ও সম্মান আরও একবার ফুটিয়ে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

১০

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

১১

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

১২

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস

১৩

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

১৪

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই

১৫

তপশিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : জামায়াত

১৬

ঘোষিত তপশিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন 

১৭

তপশিলকে স্বাগত বাংলাদেশ খেলাফত মজলিসের

১৮

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

১৯

শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

২০
X