ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। তাতেই প্রতিযোগিতার ৪১ বছরের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করল পর্তুগিজ তারকার দল।
বুধবার (৯ আগস্ট) প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ইরাকি ফুটবল ক্লাব আল শোরতাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে নাম লিখিয়েছে আল নাসর। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন রোনালদো।
ম্যাচের শুরু থেকেই শোরতাকে একের পর এক আক্রমণে ব্যস্ত করে রাখে আল নাসর। দারুণ সব আক্রমণে ইরাকি ক্লাবটির রক্ষণভাগ কাঁপিয়ে দেয় রোনালদো-মানে জুটি। ২২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকার দারুণ এক শট ফিরিয়ে দেন শোরতার গোলকিপার বাসিল ফাদহিল। তবে নাসর স্ট্রাইকারদের ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলশূন্য থাকে শেষ হয়।
৭১ মিনিটে সময় ডি-বক্সের ভেতর থেকে পোস্টের ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন সাদিও মানে। মিনিট চারেক পর সেনেগালিজ তারকাকে ডি বক্সের ভেতরে ফাউল করেন আল-শোরতার ফয়সাল জসিম। প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সাহায্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ৭৫ মিনিটে গোল করে আল নাসরকে ফাইনালে তুলেন সিআর সেভেন। তাতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় সৌদির ক্লাবটির।
আরেক সেমিফাইনালে স্বদেশি ক্লাব আল শাবাবকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পোঁছেছে আল হিলাল। আগামী ১৩ আগস্ট সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে প্রতিপক্ষ আরেক স্বদেশি ক্লাব রোনালদোর আল নাসর।
মন্তব্য করুন