ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপা দিয়ে কিংসের মৌসুম শুরু

শিরোপা হাতে কিংসের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে কিংসের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’। ‘তাদের ভুলে যাওয়া উচিত নয়, জুলাই-আগস্টের শহীদরা হৃদয়ে থাকুক’ লেখা জার্সি পরে নেমেছিল বসুন্ধরা কিংস। মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচের এ প্রতিযোগিতার শিরোপা জিতল কিংস।

গত মৌসুমের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের এ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। যেমনটা ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন দল কমিউনিটি শিল্ড ফাইনালে মুখোমুখি হয়ে থাকে। বসুন্ধরা কিংস গত আসরের দুটিতেই চ্যাম্পিয়ন, দুই আসরে রানার্সআপ হয়েছিল মোহামেডান। সে হিসেবে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হয়েছিল মোহামেডান।

শিরোপা জিতে ঘরোয়া মৌসুম সূচনার পাশাপাশি বসুন্ধরা কিংসের কোচ হিসেবে প্রথম জয় পেলেন ভালেরিও তিতা। অস্কার ব্রুজোনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোমানিয়ান কোচের অধীনে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলেছে বসুন্ধরা কিংস। ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সবগুলো হারতে হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ভালেরিও তিতার দল। সুলেমান দিয়াবাতের ওই গোলের অগ্রগামিতা ধরে রেখেই মাঝ বিরতিতে গিয়েছিল মোহামেডান। বিরতির পর দারুণ প্রতিরোধ গড়ে লিড ধরে রেখেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচের ৬২ মিনিটে বসুন্ধরা কিংসের ক্ষুব্ধ সমর্থকরা মাঠে স্মোক বোম ছুড়ে মারে। যে কারণে প্রায় ৯ মিনিট খেলা বন্ধ ছিল। সেটিই হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল!

খেলা শুরুর পর তপু বর্মণের গোলে সমতায় আসে বসুন্ধরা কিংস। মিগেল ফিগেইরার কর্নার-কিক থেকে বক্সে ফাঁকায় থাকা এ সেন্টারব্যাক দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন। ২-১ করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। এ গোলের নেপথ্য কারিগর সেই মিগেল ফিগেইরা। এবার ব্রাজিলিয়ানের ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান জাতীয় দলের উইঙ্গার। স্কোরলাইন ২-১ করার পর কোচ ভালেরিও তিতার দিকে দৌড়ে ছুটে গিয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। দায়িত্ব গ্রহণের পর টানা তিন ম্যাচ হারে এ কোচ হয়তো চাপে ছিলেন। সে চাপ সংবরণের উপলক্ষ এনে দেওয়ার কারণেই হয়তো কোচের কাছে ওভাবে ছুটে যাওয়া! সতীর্থদের দিয়ে দুই গোল করানোর পর পাদপ্রদীপের আলোয় আসেন মিগেল ফিগেইরা নিজে। মিনহাজুর আবেদীন রাকিবের ভুলে বক্সের বাইরে বল ধরে নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল টনিকে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠান মিগেল।

গত মৌসুমে ট্রেবল জেতানো অস্কার ব্রুজোনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বসুন্ধরা কিংস। ভালেরিও তিতা এএফসির প্রতিযোগিতায় তিক্ত অভিজ্ঞতা হলেও ঘরোয়া মৌসুম শুরু হলো দারুণ জয়ে, যা আসন্ন প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপের আগে হালের পরাশক্তিদের উজ্জীবিত করবে।

ম্যাচের পর বসুন্ধরা কিংসের সেন্টারব্যাক তপু বর্মণ বলছিলেন, ‘এক গোল হজম করে আমরা যখন ড্রেসিং রুমে যাই, কোচ আমাদের একটা কথাই বলেছেন—৪৫ মিনিট এবং যোগ করা সময়ে আমাদের তাড়াহুড়া করা চলবে না। সময় আসবে। যখন সুযোগ আসবে, তখন তোমরা গোল করবে। আমাদের সামনে সুযোগ এসেছিল, সেটা আমরা কাজে লাগাতে পেরেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১০

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১১

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১২

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৩

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৪

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৫

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

১৭

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

১৮

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

১৯

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

২০
X