স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুয়ারেজের পর মেসির চুক্তিও নবায়ন করতে চায় মায়ামি

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষ পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন। তবে সুয়ারেজের চুক্তি নবায়ন করেই থামছে না মায়ামি কর্তৃপক্ষ। তারা ক্লাব অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির চুক্তিও ২০২৬ পর্যন্ত বাড়াতে চায়।

এদিকে সাবেক বার্সেলোনা তারকা সুয়ারেজ বর্তমানে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো প্রাক্তন সতীর্থদের সঙ্গে খেলছেন। গত মৌসুমে সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি গোল করে দলের শীর্ষ গোলদাতা হয়েছেন।

চুক্তি নবায়নের পর সুয়ারেজ বলেন, ‘আমি খুবই খুশি এবং উচ্ছ্বসিত আরও এক বছর এখানে থাকার সুযোগ পেয়ে। এই ক্লাবের সমর্থকদের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক, তা আমাদের পরিবারের মতো। আশা করি, আগামী মৌসুমে তাদের আরও আনন্দ উপহার দিতে পারব।’

এই ঘোষণাটি এসেছে নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোর দায়িত্ব গ্রহণের একদিন পর। বার্সেলোনার আরেক প্রাক্তন তারকা মাশ্চেরানোকে ইন্টার মায়ামির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ইন্টার মায়ামি লিওনেল মেসির জন্য নতুন চুক্তি প্রস্তাবের পরিকল্পনা করছে। মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত থাকলেও, ক্লাবটি তাকে ২০২৬ সালের এমএলএস মৌসুম পর্যন্ত রাখার উদ্যোগ নিচ্ছে।

টিওয়াইসি স্পোর্টসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, যদি নতুন প্রস্তাব আসে, তবে মেসি তা গ্রহণ করতে পারেন। তিনি মায়ামিতে নিজের জীবনযাত্রা নিয়ে বেশ স্বস্তিতে রয়েছেন।

মেসি এখনও ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে, যদি ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি বাড়ানো হয়, তাহলে তিনি জাতীয় দলের হয়ে ওই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

এমন পরিস্থিতিতে, ইন্টার মায়ামি তাদের তারকা খেলোয়াড়দের ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপুলিশ বোটে আগুন, গুরুতর আহত এক

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

রাজধানীতে আজ কোথায় কী

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

১২

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

১৩

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

১৪

কিপারের হেডে রিয়ালের পতন

১৫

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

১৭

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

১৮

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

১৯

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

২০
X