স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুয়ারেজের পর মেসির চুক্তিও নবায়ন করতে চায় মায়ামি

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষ পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন। তবে সুয়ারেজের চুক্তি নবায়ন করেই থামছে না মায়ামি কর্তৃপক্ষ। তারা ক্লাব অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির চুক্তিও ২০২৬ পর্যন্ত বাড়াতে চায়।

এদিকে সাবেক বার্সেলোনা তারকা সুয়ারেজ বর্তমানে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো প্রাক্তন সতীর্থদের সঙ্গে খেলছেন। গত মৌসুমে সুয়ারেজ ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি গোল করে দলের শীর্ষ গোলদাতা হয়েছেন।

চুক্তি নবায়নের পর সুয়ারেজ বলেন, ‘আমি খুবই খুশি এবং উচ্ছ্বসিত আরও এক বছর এখানে থাকার সুযোগ পেয়ে। এই ক্লাবের সমর্থকদের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক, তা আমাদের পরিবারের মতো। আশা করি, আগামী মৌসুমে তাদের আরও আনন্দ উপহার দিতে পারব।’

এই ঘোষণাটি এসেছে নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোর দায়িত্ব গ্রহণের একদিন পর। বার্সেলোনার আরেক প্রাক্তন তারকা মাশ্চেরানোকে ইন্টার মায়ামির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ইন্টার মায়ামি লিওনেল মেসির জন্য নতুন চুক্তি প্রস্তাবের পরিকল্পনা করছে। মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত থাকলেও, ক্লাবটি তাকে ২০২৬ সালের এমএলএস মৌসুম পর্যন্ত রাখার উদ্যোগ নিচ্ছে।

টিওয়াইসি স্পোর্টসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, যদি নতুন প্রস্তাব আসে, তবে মেসি তা গ্রহণ করতে পারেন। তিনি মায়ামিতে নিজের জীবনযাত্রা নিয়ে বেশ স্বস্তিতে রয়েছেন।

মেসি এখনও ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে, যদি ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি বাড়ানো হয়, তাহলে তিনি জাতীয় দলের হয়ে ওই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

এমন পরিস্থিতিতে, ইন্টার মায়ামি তাদের তারকা খেলোয়াড়দের ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি

ভেনেজুয়েলায় অভিযানটি ছিল দেখার মতো, যেন টিভি শো : ট্রাম্প

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের অবস্থা

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

১০

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

১১

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

১২

ফার্মগেটে সড়ক অবরোধ

১৩

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

১৪

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

১৫

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৬

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

১৭

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

১৮

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

১৯

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

২০
X