স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ফিফা নারী বিশ্বকাপ 

জাপান-নেদারল্যান্ডসকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন-সুইডেন   

নারী বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন-সুইডেন । ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন-সুইডেন । ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ফিফা নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে স্পেন ও সুইডেন। এই দুই দল সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জাপান ও নেদারল্যান্ডসের শিরোপার স্বপ্নও শেষ করে দিয়েছে। যার ফলে এবার প্রথমবারের মতো নতুন কারো হাতে নারী বিশ্বকাপের শিরোপা উঠতে যাচ্ছে।

এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠে গেছে স্পেন, ডাচ মেয়েদের তারা ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে ২০১১ আসরের চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুইডেনও জিতেছে একই ব্যবধানে। তবে পেনাল্টিতে সুযোগ হাতছাড়া করেছে এশিয়ার দেশ জাপানের মেয়েরা।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রথম সেমিফাইনালে যাওয়ার লড়াই হয় স্পেন-নেদারল্যান্ডসের মধ্যে। ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জয়নির্ধারণী গোল করেন স্পেনের সবচেয়ে কম বয়সী (১৯ বছর) ফুটবলার সালমা পারালুয়েলো।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধও ইঙ্গিত দিচ্ছিল সেদিকে এগোনোর। তবে ৮১তম মিনিটে স্পেনের ভাগ্যে আসে পেনাল্টি। সেখান থেকে মারিওনা কালদেন্তে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ডাচ মেয়েরাও। যোগ করা সময়েই তাদের হয়ে গোল করে সমতায় আনেন ফন ডার গ্রাট।

১-১ সমতায় নিয়ে ম্যাচটি গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১১১ মিনিটে ম্যাচে স্পেনের আধিপত্য নিশ্চিত করেন পারালুয়েলা। প্রায় মাঝমাঠে হারমোসোর কাছ থেকে বল পেয়ে দ্রুত দুই ডাচ ডিফেন্ডারকে টপকে বক্সের কাছে পৌঁছে যান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর জোরালো শটে বল পাঠান জালে। যা স্পেনকে প্রথমবারের মতো শিরোপার আরও কাছে নিয়ে গিয়েছে।

অকল্যান্ডের ইডেন পার্কে দিনের অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সুইডেন ও জাপানের মেয়েরা। ম্যাচের ৩২তম মিনিটে সুইডেনকে এগিয়ে দেন ডিফেন্ডার অ্যামান্ডা ইলেস্টেড। ডিফেন্ডার হয়েও চলতি বিশ্বকাপে এটি তার করা চতুর্থ গোল। প্রথমার্ধে গোল শোধে ব্যর্থ জাপান দ্বিতীয়ার্ধে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু উল্টো ৫১ মিনিটেই তারা দ্বিতীয় বারের মতো পিছিয়ে পড়ে। ভিএআরের মাধ্যমে পেনাল্টি পাওয়ার পর সুইডেনের লিড দ্বিগুণ করা স্পট কিকটি নেন ফিলিপা অ্যাঞ্জেলডাল। তবে একইভাবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ পায় জাপানও। তবে দুর্ভাগ্যবশত সেটি গোল হয়নি। ৮৭ মিনিটে হোনোকা হায়াশি এক গোল শোধ দেন। এরপর ১০ মিনিটের যোগ করা সময়ে মরিয়া ছিল জাপান। একের পর এক আক্রমণেও অবশ্য তারা আর গোলের দেখা পায়নি। ফলে আগের আসরে শেষ ষোলোতে বিদায়ের পর তাদের দৌড় শেষ হলো কোয়ার্টার পর্যন্ত।

আগামীকাল বাকি দুই কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ফ্রান্স ও ইংল্যান্ড-কলম্বিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X