২০২২-২৩ মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ঐতিহাসিক ট্রেবল জয়ের আনন্দে ভাসান স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ফুটবলারদের কাছে অবিশ্বাস্য দাবি করা এবং ক্রমাগত নির্দেশ দেওয়ার জন্য তিনি বেশ সুপরিচিত। তবে ম্যানসিটির ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনকে করা একটি বাজে মন্তব্যের জন্য নিজেকেই জরিমানা করেছিলেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
২০২০-২১ ফুটবল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে ফোডেনের নেওয়া ফ্রি-কিককে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছিল। ম্যাচের শেষে ম্যানসিটি মিডফিল্ডার টাচলাইনে আসলে নিজের নির্দেশ অনুসরণ না করার জন্য ইংলিশ তারকার ওপর জোড়ে চিৎকার করেছিলেন গার্দিওলা।
ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সাংবাদিক জেমস ডকারের মতে, গার্দিওলা উচ্চস্বরে চিৎকার করে সিটির মধ্যমাঠের তারকা ফোডেনকে জাহান্নামে যেতে বলেন। আরও বলেন, ‘আমি যা বলেছি তুমি তা করোনি। এমনকি আমার নির্দেশও মানোনি।’ ফোডেনের সঙ্গে খুবই বাজে আচরণ করেন গার্দিওলা। সেদিনের ঘটনার জন্য ইংলিশ মিডফিল্ডার সতীর্থদের ফিরে আসার আগেই টানেল থেকে নেমে আসেন এবং ড্রেসিং পরিবর্তন করেন।
ম্যানসিটি ম্যানেজার ড্রেসিং রুমে ফেরার আগেই দরজায় অপেক্ষা করছিলেন ফোডেন। তিনি গার্দিওলাকে বলেন, ‘আমার সঙ্গে আর কখনও এমন খারাপ ব্যবহার করবেন না। এমনকি অন্য খেলোয়াড়দের সঙ্গেও এটি করবেন না।’ ম্যানসিটির কোচ সেই সময়ে ফোডেনের কাছে ক্ষমা চান। তবে ইংল্যান্ড মিডফিল্ডারকে আরও এগিয়ে যেতে বলেন। পরের দিন পুরো দলের সাথে বৈঠকের সময় আবারও ফোডেনের কাছে ক্ষমা চান এবং নিজেকে জরিমানা করার সিদ্ধান্ত নেন গার্দিওলা।
নিজের পক্ষে দাঁড়ানোর জন্য ম্যানসিটি তারকাকে প্রশংসা করেন মাস্টারমাইন্ড গার্দিওলা। তবে ওই মুহূর্তটি ফোডেনের ম্যানসিটি ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল বলেও দাবি করেছে সাংবাদিক জেমস ডকার। এমনকি এই ঘটনাকে তিনি ফোডেনকে একটি ছেলে থেকে একজন পুরুষে রূপান্তরিত হওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মন্তব্য করুন