স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে জয়ের দেখা পেল ম্যানসিটি

ম্যাচে সিটির দুই গোলদাতা সাভিনহো ও হলান্ড। ছবি : সংগৃহীত
ম্যাচে সিটির দুই গোলদাতা সাভিনহো ও হলান্ড। ছবি : সংগৃহীত

অবশেষে ‍মুখে হাসি ফুটল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমর্থকদের। ১৩ ম্যাচে ১ জয় পাওয়া দল তাদের দ্বিতীয় জয়ের দেখা পেল। আর সিটির কোচ হিসেবে পেপ গার্দিওলাও তার ৫০০তম ম্যাচ উদযাপন করেছেন লেস্টার সিটির বিপক্ষে কষ্টার্জিত এক জয়ের মাধ্যমে। সাভিনহো ও আর্লিং হলান্ডের গোলে প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেল সিটি।

তবে এই জয় তাদের শীর্ষ চারে ফেরাতে যথেষ্ট ছিল না। টেবিলের পঞ্চম স্থানে থাকা সিটি বর্তমানে লিভারপুলের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে। লিভারপুল এরপরে রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে।

গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন হাল ছাড়বেন না। তবে কিং পাওয়ার স্টেডিয়ামে সিটির জয়টা ছিল অনেকটাই স্নায়ুচাপের মধ্য দিয়ে। লেস্টারের হয়ে জেমি ভার্ডি দুবার কাছাকাছি এসেছিলেন এবং ফাকুন্ডো বুয়েনানোট একটি শট পোস্টে লাগান।

সিটির আত্মবিশ্বাস এখনও পুনর্গঠনের প্রয়োজন, তবে এই পারফরম্যান্স তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। রুড ভ্যান নিস্টেলরয়ের অধীনে দারুণ শুরু করলেও লেস্টার এখন ফর্ম হারিয়ে ফেলেছে।

নভেম্বরে স্টিভ কুপার বরখাস্ত হওয়ার পর থেকে লেস্টার ৭ ম্যাচে পাঁচবার হেরেছে এবং এখন তারা অবনমনের শঙ্কায় রেখেছে।

ম্যাচের প্রথমার্ধে লেস্টারের সেরা সুযোগটি এসেছিল ভার্ডির। জোস্কো গার্দিওলের ভুলের পর ভার্ডি এগিয়ে গেলেও সিটির গোলরক্ষক স্টেফান অর্টেগা দারুণভাবে রক্ষা করেন। এর কিছুক্ষণ পর বুয়েনানোটের হেড পোস্টে প্রতিহত হয়।

ততক্ষণে সিটি অবশ্য ২১ মিনিটে সাভিনহোর গোলের মাধ্যমে এগিয়ে যায়। এটি ছিল সিটির হয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোর প্রথম গোল। ফিল ফোডেনের শট লেস্টারের গোলরক্ষক জাকুব স্টোলারচিক ঠেকালেও ফিরতি বলে ছয় গজ থেকে গোল করেন সাভিনহো।

দ্বিতীয়ার্ধে লেস্টার সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায়। জেমস জাস্টিনের একটি প্রচেষ্টা ম্যানুয়েল আকাঞ্জি ক্লিয়ার করেন। পরে ভার্ডি ছয় গজ থেকে শট নিলেও তা বার উঁচু দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ ১৬ মিনিট বাকি থাকতে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হলান্ড। সাভিনহোর ক্রস থেকে দুর্দান্ত একটি হেডে গোল করেন নরওয়েজিয়ান এই তারকা।

সিটির জয়ে সমর্থকরা কিছুটা স্বস্তি পেলেও শীর্ষ চারে ফিরতে তাদের আরও ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে হৃদয় খান

দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি

ভেনেজুয়েলায় অভিযানটি ছিল দেখার মতো, যেন টিভি শো : ট্রাম্প

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের অবস্থা

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

১০

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

১১

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

১২

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

১৩

ফার্মগেটে সড়ক অবরোধ

১৪

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

১৫

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

১৬

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৭

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

১৮

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

১৯

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

২০
X