স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

৫১ বছর পর অবনমনের শঙ্কায় ম্যানইউ, স্বীকার করলেন কোচ

রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত
রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই মুহূর্তে পারফরম্যান্স নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবের প্রধান কোচ রুবেন আমোরিম। বছরের শেষ দিন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪তম স্থানে থাকা ইউনাইটেডের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘অবনমন সম্ভব। আমাদের ভক্তদের কাছে আমরা সৎ থাকতে চাই।’

শেষবার ৫১ বছর আগে ১৯৭৩-৭৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড অবনমিত হয়েছিল। যদিও সেই সময় কিংবদন্তি ডেনিস ল’র পিছন দিয়ে করা এক গোল তাদের অবনমনের কারণ হিসেবে পরিচিত, প্রকৃতপক্ষে ইউনাইটেডের অবনমন সেদিন আগে থেকেই নির্ধারিত ছিল।

এই মৌসুমে ইউনাইটেডের অবস্থাও একেবারেই ভিন্ন কিছু নয়। ডিসেম্বর মাসে তারা সব প্রতিযোগিতায় ছয়টি ম্যাচ হেরেছে, যা ক্লাবের ইতিহাসে তৃতীয়বার ঘটল। একই মাসে ১৮টি গোল হজম করেছে ইউনাইটেড, যা ১৯৬৪ সালের পর তাদের জন্য সর্বোচ্চ।

নিজের দায় স্বীকার করে আমোরিম বলেন, ‘দল উন্নতি করছে না। আমরা এই মুহূর্তে কিছুটা পথ হারিয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে এত ম্যাচ হারানো লজ্জার।’

তিনি আরও যোগ করেন, ‘এই ক্লাবের ভক্তরা অজুহাত শুনতে ক্লান্ত। এই ক্লাবের জন্য একটি ধাক্কার প্রয়োজন।’

ক্লাবের আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, জানুয়ারি দল বদল মৌসুমেও নতুন খেলোয়াড় আনার সুযোগ সীমিত। আমোরিম স্পষ্টই জানিয়েছেন, ‘যদি কিছু খেলোয়াড় ছাড়তে না পারি, তাহলে জানুয়ারিতে নতুন কাউকে নেওয়া সম্ভব নয়।’

ক্যাসেমিরো, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে কিংবদন্তি হয়ে উঠেছিলেন, বর্তমানে প্রিমিয়ার লিগে একজন প্যাসেঞ্জার হয়ে পড়েছেন। অন্যদিকে, সামার ট্রান্সফারে ৩৬.৫ মিলিয়ন পাউন্ডে দলে যোগ দেওয়া জোশুয়া জির্কজি মাত্র ৩৩ মিনিট খেলেই দর্শকদের তোপের মুখে পড়েন।

ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড চার ম্যাচ পর স্কোয়াডে ফিরলেও বেঞ্চেই বসে ছিলেন। আমোরিম জানিয়েছেন, তার এ সিদ্ধান্ত রাশফোর্ডকে অপমান করার জন্য নয়, বরং দলের ভালোর জন্যই নেওয়া।

ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় যে, অবনমনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঐতিহ্যবাহী ক্লাবের জন্য এটি হবে এক সত্যিকারের শক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১০

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১১

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১২

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৩

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৪

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৫

আজ বিশ্ব পুরুষ দিবস

১৬

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৭

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৮

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৯

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

২০
X