পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দলবদলের বাজারে নাটক চলছেই। এতদিন তিনি পিএসজিতে কোনোভাবেই না থাকার সিদ্ধান্ত নিলেও পিএসজি কর্তৃপক্ষের সাথে কথা বলে ঠিক করেছেন প্যারিসেই অন্তত এক বছর থাকার।
পিএসজির মালিকপক্ষের সাথে আলোচনার পর পিএসজির মূল একাদশেও অন্তর্ভুক্ত করা হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজিও বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছে প্যারিসের ক্লাবটি।
ওই আলোচনার মূল বিষয় ছিল পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন। ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কেতো এবং লে পেরিসিয়েনের দাবি, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে ফ্রান্স স্ট্রাইকারের। তিনি চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন।
তবে এক্ষেত্রে এমবাপ্পে শর্ত বেঁধে দিয়েছেন একটি। ২০২৫ সাল পর্যন্ত ঐচ্ছিক চুক্তির শর্তে তিনি সই করবেন। তবে চলতি মৌসুম শেষ করেই অর্থাৎ ২০২৪ সালের জুনে তাকে ক্লাব ছাড়ার নিশ্চয়তা দিতে হবে। পিএসজির বিশ্বাস সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে এমবাপ্পে ইতিমধ্যেই সম্মত হয়েছেন। আর পিএসজিও পরিস্থিতি মেনে নিয়ে বিশ্বকাপজয়ী এই ফরাসির শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে।
চুক্তি নবায়ন করে এমবাপ্পের ক্লাব ছাড়ার প্রস্তাবে পিএসজির সাড়া দেওয়ার কারণ পরিষ্কার। ফ্রিতে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারকে ক্লাব ছাড়তে না দেওয়া। এতে করে এমবাপ্পের থেকে চলতি বছরের সার্ভিস পাবে লা প্যারিসিয়ানরা। মৌসুম শেষে অন্তত ১০০-১৫০ মিলিয়ন ইউরো ঘরেও তুলতে পারবে।
মন্তব্য করুন