এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে স্বাগতিক শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের সেরা ক্লাব বসুন্ধরা কিংস। এক ম্যাচের প্লে-অফে হেরে যাওয়ায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে এএফসি কাপে খেলবে চারবারের লিগ চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৫ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে স্বাগতিক শারজাহ এফিসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। সাবেক বার্সেলোনা তারকা মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসেরদের বিপক্ষে হারের সুবাদে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্কার ব্রুজনের দল।
শারজাহ স্টেডিয়ামে ম্যাচের প্রত্যেক অর্ধে একটি করে গোল করে সারজাহ এফসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুয়ান পেরেইরা। প্রথমার্ধের পুরোটা সময় বার্সার সাবেক মিডফিল্ডার পিয়ানিচ ও ফরোয়ার্ড পাকো আলকাসেরকে ঠেকিয়ে রাখে কিংস ডিফেন্ডাররা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৪৮ মিনিটে পিয়ানিচের পাস থেকে গোল করেন পেরেইরা।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের সুযোগ পেলেও সমতা ফিরাতে পারেনি বসুন্ধরা কিংস। উলটো ম্যাচের ৭৩ মিনিটে আবারও সারজাহকে গোলের আনন্দে ভাসান লুয়ানজিনিয়ো নামে পরিচিত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই গোলে পিছিয়ে পড়ায় বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন একসঙ্গে তিনজন ফুটবলার বদলি হিসেবে নামান। অতিরিক্ত সময়ে আরও দুই ফুটবলার নামালেও ব্যবধান কমাতে পারেনি ডরিয়েল্টন ও মিগুয়েল ফেরেইরারা।
মন্তব্য করুন