স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস লিখতেই সৌদি আরবে নেইমার

আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর নেইমারের। ছবি : সংগৃহীত
আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর নেইমারের। ছবি : সংগৃহীত

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালে যোগ দিবেন নেইমার জুনিয়র তা আগেই নিশ্চিত ছিল। এবার সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই নিজেকে ‘আল হিলালি’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলিয়ান তারকা। একইসঙ্গে নতুন করে ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছেন নেইমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন নেইমার জুনিয়র। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি সৌদি আরবে আছি। এখন থেকে আমি ‘আল হিলালি’।’

পিএসজি থেকে সাবেক ক্লাব বার্সেলোনাত ফিরবেন নেইমার এমনটায় প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের কাছে। আল হিলালের জার্সিতে প্রিয় তারকাকে দেখার পর অনেকেই প্রশ্ন তোলেন। ৩১ বছর বয়সেই কেন ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে যোগ দিলেন? অবশ্য নেইমার উত্তরটা দিয়েছেন এভাবে, তিনি সৌদি আরবে যাচ্ছেন নতুন করে ইতিহাস গড়তে।

দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদিতে প্রতি বছর ১৫ কোটি ইউরো আয় করবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ফরাসি ক্লাবে প্রতিবছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন ৩১ বছর বয়সী। অর্থাৎ পিএসজির চেয়ে ৬ গুণ বেতন বেশি পাবেন নেইমার।

আল হিলালে যোগ দিয়েই নেইমার বলেন, ‘ইউরোপের মতো সৌদি ফটবলেও রাজত্ব করতে এসেছি। সেখানে (ইউরোপ) আমার অনেক অর্জন রয়েছে এবং দারুণ কিছু মুহূর্তও উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই নতুন নতুন চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। তাছাড়া আমি ফুটবলে নতুন ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়। সেখানে রোনালদো, বেনজোমা, কন্তে, মাহরেজের মতো ফুটবলাররা খেলছেন। আল-হিলাল একটি জায়ান্ট দল, তাদের অনেক ভক্ত সমর্থক আছে। এমনকি এশিয়ার মধ্যেও তারা সেরা। সঠিক ক্লাবের সঙ্গে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই আমি নিতে পেরেছি।’

ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করে বলেন, ‘আমি জিততে ভালোবাসি এবং অনেক গোল করতে পছন্দ করি। সৌদি আরবের ফুটবলে আল হিলালের হয়েও আমি তাই করব।’

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। ৬ বছরে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির হয়ে ১৩টি শিরোপাও জেতেন নেইমার জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X