স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস লিখতেই সৌদি আরবে নেইমার

আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর নেইমারের। ছবি : সংগৃহীত
আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর নেইমারের। ছবি : সংগৃহীত

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালে যোগ দিবেন নেইমার জুনিয়র তা আগেই নিশ্চিত ছিল। এবার সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই নিজেকে ‘আল হিলালি’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলিয়ান তারকা। একইসঙ্গে নতুন করে ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছেন নেইমার।

মঙ্গলবার (১৫ আগস্ট) সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন নেইমার জুনিয়র। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি সৌদি আরবে আছি। এখন থেকে আমি ‘আল হিলালি’।’

পিএসজি থেকে সাবেক ক্লাব বার্সেলোনাত ফিরবেন নেইমার এমনটায় প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের কাছে। আল হিলালের জার্সিতে প্রিয় তারকাকে দেখার পর অনেকেই প্রশ্ন তোলেন। ৩১ বছর বয়সেই কেন ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে যোগ দিলেন? অবশ্য নেইমার উত্তরটা দিয়েছেন এভাবে, তিনি সৌদি আরবে যাচ্ছেন নতুন করে ইতিহাস গড়তে।

দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সৌদিতে প্রতি বছর ১৫ কোটি ইউরো আয় করবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ফরাসি ক্লাবে প্রতিবছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন ৩১ বছর বয়সী। অর্থাৎ পিএসজির চেয়ে ৬ গুণ বেতন বেশি পাবেন নেইমার।

আল হিলালে যোগ দিয়েই নেইমার বলেন, ‘ইউরোপের মতো সৌদি ফটবলেও রাজত্ব করতে এসেছি। সেখানে (ইউরোপ) আমার অনেক অর্জন রয়েছে এবং দারুণ কিছু মুহূর্তও উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই নতুন নতুন চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। তাছাড়া আমি ফুটবলে নতুন ইতিহাস লিখতেই সৌদিতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়। সেখানে রোনালদো, বেনজোমা, কন্তে, মাহরেজের মতো ফুটবলাররা খেলছেন। আল-হিলাল একটি জায়ান্ট দল, তাদের অনেক ভক্ত সমর্থক আছে। এমনকি এশিয়ার মধ্যেও তারা সেরা। সঠিক ক্লাবের সঙ্গে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই আমি নিতে পেরেছি।’

ব্রাজিলিয়ান তারকা আরও যোগ করে বলেন, ‘আমি জিততে ভালোবাসি এবং অনেক গোল করতে পছন্দ করি। সৌদি আরবের ফুটবলে আল হিলালের হয়েও আমি তাই করব।’

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। ৬ বছরে লিগ ওয়ানের ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির হয়ে ১৩টি শিরোপাও জেতেন নেইমার জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

১০

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১১

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

১২

‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হলেন কালবেলার ৬ সাংবাদিক

১৩

হাসিনা-টিউলিপ-আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

১৪

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

১৫

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

দুর্নীতি দমনে প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেপ্তার

১৮

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

১৯

প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে কৃতি

২০
X