লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অবিশ্বাস্যভাবে। আজেন্টাইন অধিনায়কের সঙ্গে দীর্ঘ সময় বার্সেলোনাতে খেলেছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা আঁতোয়ান গ্রিজমান। আর তাই ফুটবলের মহাতারকাকে অনুসরণ করে যুক্তরাষ্ট্রে নিজের ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার গ্রিজমান।
স্প্যানিশ লা লিগা ও ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের আয়োজনে এক ভার্চুয়াল সভায় মেসিকে অনুসরণের কথা জানান গ্রিজমান। সাবেক বার্সেলোনা তারকা গ্রিজমান তার ফুটবল ক্যারিয়ার মেজর লিগ সকারে (এমএলএস) খেলে শেষ করতে চান।
অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার গ্রিজমান বলেন, ‘নিয়মিতই মেসির খবর রাখছি। লিও ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার। তার কারণে স্টেডিয়াম পূর্ণ হয়ে উঠছে। প্রত্যেক ম্যাচে গোল করছে এবং দলকে জেতাচ্ছে। বাজারজাতকরণ ও ফুটবলীয় দৃষ্টিকোণের দিক থেকেই মেজর লিগ সকার সেরা কাজটি করেছে লিওকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে।’
ফরাসি তারকা গ্রিজমান নিজেও যুক্তরাষ্ট্রের লিগে যেতে চান তবে এখনই নয়। ২০২২-২৩ ফুটবল মৌসুমেও স্প্যানিশ লা লিগায় ১৫টি গোলের পাশাপাশি আরও ১৬টি গোলে সহায়তা করেছিলেন গ্রিজমান। যা ছিল লিগের মধ্যে সর্বোচ্চ। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আরও ট্রফি জিততে চান ৩২ বছর বয়সী তারকা।
যুক্তরাষ্ট্রের নিজের ফুটবল ক্যারিয়ার সম্পর্কে গ্রিজমান জানান, ‘আমি সবসময়ই বলেছি, আমার লক্ষ্য যুক্তরাষ্ট্রে মেজর লিগে ফুটবল ক্যারিয়ার শেষ করা। আমেরিকান খেলাধুলার সবকিছুই আমার কাছে ভালো লাগে। এমএলএসে খেলা উপভোগ করতে চাই। নিজের সেরা পর্যায়ে থেকেই সবকিছু জয় করতে চাই।’
ইন্টার মায়ামিতে যোগ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে মেসি। লিগস কাপে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে ইতোমধ্যে ৬ ম্যাচে ৯ গোল করেছেন। টানা ১১ ম্যাচ জয়বিহীন থাকা ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তুলেছেন লিওনেল মেসি।
মন্তব্য করুন