স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ড্র: কবে, কখন, কেমন হবে?

শুক্রবারের ড্র এর জন্য অপেক্ষা এখন সবার। ছবি : সংগৃহীত
শুক্রবারের ড্র এর জন্য অপেক্ষা এখন সবার। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনা এবার অন্য উচ্চতায়! ইউরোপ সেরার লড়াই এখন আরও কঠিন হতে চলেছে, কারণ শুক্রবার (৩১ জানুয়ারি) নকআউট প্লে-অফ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। নতুন ফরম্যাটের কারণে এবারই প্রথম টেবিল পজিশনের ভিত্তিতে দলগুলো নির্দিষ্ট ব্র্যাকেটে সাজানো হয়েছে, যা বড় দলগুলোর জন্য ভয়ানক চ্যালেঞ্জ তৈরি করেছে!

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির (২২তম) দুর্বল পারফরম্যান্স তাদেরকে সম্ভাব্য হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি করতে পারে! অন্যদিকে, পিএসজি (১৫তম) এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও (১১তম) অপেক্ষায় আছে কঠিন লড়াইয়ের। কে কাদের বিপক্ষে নামবে? আসুন দেখে নেওয়া যাক সম্ভাব্য ম্যাচআপ ও কীভাবে এগোবে ইউরোপ সেরার মঞ্চ!

কখন হবে ড্র? কোথায়?

তারিখ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সময়: বাংলাদেশ সময় বিকেল ৫টা

স্থান: হাউস অব ইউরোপিয়ান ফুটবল, নিয়ন, সুইজারল্যান্ড

কে কার বিপক্ষে খেলতে পারে? সম্ভাব্য মহারণ!

নতুন নিয়ম অনুযায়ী, ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট প্লে-অফ খেলবে। প্রতিটি দলকে তাদের টেবিল পজিশন অনুযায়ী জোড়া বানানো হবে এবং তারা আলাদা ব্র্যাকেটে থাকবে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।

সম্ভাব্য হাইভোল্টেজ ম্যাচআপ:

প্লে-অফেই ম্যানসিটির সামনে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আসতে পারে!

পিএসজিকে হয়তো স্বদেশী দুই ক্লাব মোনাকা বা ব্রেস্টের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে।

জুভেন্টাসের জন্য অপেক্ষায় থাকতে পারে এসি মিলান।

ড্রর প্রক্রিয়া কীভাবে হবে?

প্রথমে ১৭-২৪তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে।

তাদের বিপক্ষে ৯-১৬তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে।

একই জোড়ার দল দুই আলাদা ব্র্যাকেটে থাকবে, ফলে তারা ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না।

যে দল লিগ পর্বে ভালো করেছে, তারা দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলবে।

নকআউট প্লে-অফ ম্যাচ কবে?

প্রথম লেগ: ১১-১২ ফেব্রুয়ারি, ২০২৫

দ্বিতীয় লেগ: ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২৫

প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে।

রাউন্ড অব ১৬ ও এর পরবর্তী ধাপ

নকআউট প্লে-অফ থেকে ৮টি দল জিতে গেলে তারা সরাসরি যোগ দেবে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালসহ শীর্ষ ৮ দলে, যারা আগে থেকেই রাউন্ড অব ১৬-তে আছে।

রাউন্ড অব ১৬-এর ড্র হবে ২১ ফেব্রুয়ারি।

চূড়ান্ত ব্র্যাকেট নির্ধারিত হয়ে যাবে এবং একে একে দলগুলো ছিটকে পড়বে ইউরোপ সেরার মঞ্চ থেকে!

এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াই আরও কঠিন!

নতুন ফরম্যাট ইউরোপিয়ান জায়ান্টদের জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে! এবার প্রত্যেক ম্যাচ হবে ফাইনালের মতো, কারণ বড় দলগুলো আগেই মুখোমুখি হতে পারে!

ম্যান সিটি কি টিকে থাকতে পারবে? পিএসজি কি লিভারপুল-বার্সার মুখোমুখি হওয়ার আগে বেঁচে যাবে? নাকি চ্যাম্পিয়ন্স লিগে নতুন চমক আসছে? অপেক্ষা করুন শুক্রবারের ড্রর জন্য!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি : প্রধান উপদেষ্টা

কালুরঘাট সেতু হলে চট্টগ্রামবাসীর কষ্টের অবসান হবে : ড. মুহাম্মদ ইউনূস

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক

আইপিএলের বাকি ম্যাচে নাচ-গান বাদ দিতে বললেন গাভাস্কার

দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই ভরসা : প্রধান উপদেষ্টা

সাবেক ফিলিস্তিনি প্রধানের ভাইয়ের ওপর ইসরায়েলের হামলা

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি চলছে

ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে ঢাকাবাসী

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে

১০

ফাইনালের আগেই আইপিএলে থাকা খেলোয়াড়দের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা

১১

বহিরাগত নিয়ন্ত্রণে বারবার বাধা পায় ঢাবি প্রশাসন 

১২

কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণকাজের উদ্বোধন

১৩

নওগাঁ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

১৪

চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান উপদেষ্টা

১৫

জুবাইদা রহমানের জামিন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনবেন হাইকোর্ট 

১৬

ছাত্রদল নেতা সাম্যকে হত্যায় যুবদল সভাপতি-সম্পাদকের নিন্দা

১৭

সাম্য হত্যা / ক্যাম্পাসে নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন সারজিস আলম

১৮

চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা

১৯

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

২০
X