স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:০২ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ড্র: কবে, কখন, কেমন হবে?

শুক্রবারের ড্র এর জন্য অপেক্ষা এখন সবার। ছবি : সংগৃহীত
শুক্রবারের ড্র এর জন্য অপেক্ষা এখন সবার। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনা এবার অন্য উচ্চতায়! ইউরোপ সেরার লড়াই এখন আরও কঠিন হতে চলেছে, কারণ শুক্রবার (৩১ জানুয়ারি) নকআউট প্লে-অফ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। নতুন ফরম্যাটের কারণে এবারই প্রথম টেবিল পজিশনের ভিত্তিতে দলগুলো নির্দিষ্ট ব্র্যাকেটে সাজানো হয়েছে, যা বড় দলগুলোর জন্য ভয়ানক চ্যালেঞ্জ তৈরি করেছে!

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির (২২তম) দুর্বল পারফরম্যান্স তাদেরকে সম্ভাব্য হেভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি করতে পারে! অন্যদিকে, পিএসজি (১৫তম) এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও (১১তম) অপেক্ষায় আছে কঠিন লড়াইয়ের। কে কাদের বিপক্ষে নামবে? আসুন দেখে নেওয়া যাক সম্ভাব্য ম্যাচআপ ও কীভাবে এগোবে ইউরোপ সেরার মঞ্চ!

কখন হবে ড্র? কোথায়?

তারিখ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সময়: বাংলাদেশ সময় বিকেল ৫টা

স্থান: হাউস অব ইউরোপিয়ান ফুটবল, নিয়ন, সুইজারল্যান্ড

কে কার বিপক্ষে খেলতে পারে? সম্ভাব্য মহারণ!

নতুন নিয়ম অনুযায়ী, ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট প্লে-অফ খেলবে। প্রতিটি দলকে তাদের টেবিল পজিশন অনুযায়ী জোড়া বানানো হবে এবং তারা আলাদা ব্র্যাকেটে থাকবে, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।

সম্ভাব্য হাইভোল্টেজ ম্যাচআপ:

প্লে-অফেই ম্যানসিটির সামনে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভয়ঙ্কর চ্যালেঞ্জ আসতে পারে!

পিএসজিকে হয়তো স্বদেশী দুই ক্লাব মোনাকা বা ব্রেস্টের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে।

জুভেন্টাসের জন্য অপেক্ষায় থাকতে পারে এসি মিলান।

ড্রর প্রক্রিয়া কীভাবে হবে?

প্রথমে ১৭-২৪তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে।

তাদের বিপক্ষে ৯-১৬তম স্থানে থাকা দলগুলোর নাম তোলা হবে।

একই জোড়ার দল দুই আলাদা ব্র্যাকেটে থাকবে, ফলে তারা ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না।

যে দল লিগ পর্বে ভালো করেছে, তারা দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলবে।

নকআউট প্লে-অফ ম্যাচ কবে?

প্রথম লেগ: ১১-১২ ফেব্রুয়ারি, ২০২৫

দ্বিতীয় লেগ: ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২৫

প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে।

রাউন্ড অব ১৬ ও এর পরবর্তী ধাপ

নকআউট প্লে-অফ থেকে ৮টি দল জিতে গেলে তারা সরাসরি যোগ দেবে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনালসহ শীর্ষ ৮ দলে, যারা আগে থেকেই রাউন্ড অব ১৬-তে আছে।

রাউন্ড অব ১৬-এর ড্র হবে ২১ ফেব্রুয়ারি।

চূড়ান্ত ব্র্যাকেট নির্ধারিত হয়ে যাবে এবং একে একে দলগুলো ছিটকে পড়বে ইউরোপ সেরার মঞ্চ থেকে!

এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াই আরও কঠিন!

নতুন ফরম্যাট ইউরোপিয়ান জায়ান্টদের জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে! এবার প্রত্যেক ম্যাচ হবে ফাইনালের মতো, কারণ বড় দলগুলো আগেই মুখোমুখি হতে পারে!

ম্যান সিটি কি টিকে থাকতে পারবে? পিএসজি কি লিভারপুল-বার্সার মুখোমুখি হওয়ার আগে বেঁচে যাবে? নাকি চ্যাম্পিয়ন্স লিগে নতুন চমক আসছে? অপেক্ষা করুন শুক্রবারের ড্রর জন্য!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

১০

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

১১

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

১২

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

১৩

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

১৪

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১৫

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১৬

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১৭

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৮

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

১৯

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

২০
X