স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৬ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

কোর্তোয়ার বীরত্বেও রক্ষা পেল না রিয়াল মাদ্রিদ

থিবো কোর্তোয়া। ছবি : সংগৃহীত
থিবো কোর্তোয়া। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের আক্রমণের ঝড় থামাতে একাই লড়লেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। কিন্তু তার ‘অলৌকিক’ সেভগুলোও যথেষ্ট ছিল না রিয়াল মাদ্রিদের রক্ষাকবচ হতে। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে অ্যানফিল্ডে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ১-০ গোলের হারে মৌসুমের দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল স্প্যানিশ ক্লাবটি।

পুরো ম্যাচজুড়ে রিয়ালের রক্ষণভাগ ছিল ছন্নছাড়া, মাঝমাঠ ছিল দিশাহীন। লিভারপুলের হাইপ্রেস, গতি ও বল দখলের চাপের সামনে হার মানতে হয় জাবি আলোনসোর শিষ্যদের। একমাত্র কারণ, ব্যবধানটা বাড়েনি—তা কোর্তোয়ার অসাধারণ ছয়টি সেভ। সোবোসলাই, ম্যাক অ্যালিস্টার, ফন ডাইক, একিতিকে ও গাকপো—একজন নয়, একাধিক তারকার কাছ থেকে নিশ্চিত গোল ঠেকিয়েছেন তিনি।

তবু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টারের নিখুঁত হেডে এগিয়ে যায় লিভারপুল। গোলটি যেন রিয়ালের মনোবল চূর্ণ করে দেয়। প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করেছে মাদ্রিদ, তবে বেলিংহ্যাম বা এমবাপ্পে—কারও কাছ থেকেই তেমন সাড়া মেলেনি।

ম্যাচের শুরুতেই রিয়াল খেলায় আসে ক্ল্যাসিকোতে ব্যবহৃত একই ফরমেশনে। কামাভিঙ্গাকে ডান প্রান্তে রেখে মাঝমাঠে ভরসা ছিল বেলিংহ্যাম-গুলের-চুয়ামেনির কাঁধে। কিন্তু হাই প্রেসিংয়ে খেলতে থাকা লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধেই বারবার ভুল করেছে রিয়াল ডিফেন্স। হুইজেনের ভুলে একিতিকেকে সুযোগ উপহার দেন, যা থেকে সোবোসলাইয়ের একক প্রচেষ্টা কোর্তোয়ার পায়ে ঠেকে রক্ষা পায় দল।

তারপরই শুরু হয় কোর্তোয়া-শো। পেনাল্টি বক্সে একের পর এক সেভে যেন প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। কিন্তু রিয়ালের বাকি খেলোয়াড়রা তাল মেলাতে পারেননি। আকাশে বল তুললে বারবার হারিয়েছেন ফন ডাইকের কাছে, আর মাঝমাঠে দখল ছিল ম্যাক অ্যালিস্টার ও গ্রাভেনবার্চের।

শেষদিকে সালাহর পাসে গাকপো যখন কাছ থেকে শট নেন, তখনো অবিশ্বাস্য রিফ্লেক্সে ঠেকান কুর্তোয়া। মিলিতাওর ক্লিয়ারেন্সে গোল বাঁচলেও, স্কোরলাইন ১-০-তেই থেকে যায়—রিয়ালের পরাজয়ের প্রতিচ্ছবি হয়ে।

চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিত হলেও, অ্যানফিল্ডের এই হার জাবি আলোনসোর জন্য বড় সতর্কবার্তা। কারণ, গোলরক্ষক ও স্ট্রাইকার ছাড়া এই দলে এখনো দেখা যাচ্ছে না সেই ক্ল্যাসিক মাদ্রিদীয় ছাপ—যেখানে ছিল ব্যক্তিত্ব, পরিপূর্ণতা ও মানসম্পন্ন ফুটবল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে হাদির মরদেহ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ঢাকার তাপমাত্রা আজ কেমন থাকবে

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

ওসমান হাদি হত্যাকাণ্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

১০

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

১১

পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি : প্রধান উপদেষ্টা  

১২

হাদির জানাজা আজ কখন কোথায়

১৩

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

১৪

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

১৭

গাজায় এখনো মারাত্মক খাদ্য সংকটে রয়েছে মানুষ

১৮

দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক : সেলিমুজ্জামান

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X