স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বেলিংহামের জোড়া গোলে রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদের আবার জয়ের নায়ক বেলিংহাম। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের আবার জয়ের নায়ক বেলিংহাম। ছবি : সংগৃহীত

জুড বেলিংহামকে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে কিনতে এতো কাঠখড় কেন পুড়িয়েছিল রিয়াল মাদ্রিদ তা আরেকবার বুঝল ফুটবল দুনিয়া। নতুন ক্লাবে এসেই দুর্দান্ত খেলে নিজের জাত চেনাচ্ছেন প্রতিভাবান এই মিডফিল্ডার। ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডারের নতুন ক্লাব সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে একটুও সময় লাগেনি। রিয়ালের হয়ে যে দুটো ম্যাচ খেলেছেন দুটোতেই একাধারে রাজত্ব করেছেন মাঝমাঠে, সহায়তা করেছেন আক্রমণে, মুনশিয়ানা দেখাচ্ছেন ফিনিশিংয়ে। গতকাল তো দলের প্রয়োজনে দুই গোল করে ম্যাচও জেতালেন।

তার চমৎকার পারফর্ম্যান্সে ইউরোপীয় ফুটবলের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েও জয় নিয়ে এসেছে গত রাতে। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আলমেরিয়ার কাছে শুরুতেই পিছিয়ে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। এরপর জুড বেলিংহাম জোড়া গোল করে ও সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে করিয়ে রিয়ালকে ৩–১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। এই জয় রিয়ালকে নিয়ে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে।

ম্যাচের শুরুটা রিয়ালের জন্য সুখকর ছিল না। ঘরের মাঠ পাওয়ার হর্স স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। টনি ক্রুসের ফ্রি কিক রুখে দিয়ে দ্রুত গতিতে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। বাঁ উইং ধরে এগিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবের্তোনি দারুণ ক্রস বাড়ান ডি বক্সে। গতিতে ক্রুসকে পেছনে ফেলে হেডে গোল করেন সের্হিও আরিবাস।

গোল খেয়ে টনক নড়ে মাদ্রিদের। আক্রমণের পসরা সাজিয়ে আলমেরিয়া রক্ষণের ওপর প্রবল চাপ তৈরি করে আনচেলত্তির দল। আরাধ্য গোলটি আসে ১৯ মিনিটে। ফেদেরিকো ভালভের্দের হেডে ডি বক্সে জটলার মধ্যে বল পান বেলিংহাম। ফিনিশিংয়ের কাজটা সারের দুবারের চেষ্টায়। ১–১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

আক্রমণ-প্রতি আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহাম।

৭১ মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলমেরিয়া। আদ্রি এমবার্বার ক্রসে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস হাভিয়ের সুয়ারেজ।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় রিয়াল। এবার গোলের জোগানদাতার ভূমিকায় বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস।

রিয়াল ৩–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমে যায়। তবু বেশকিছু সুযোগ তৈরি করলে দুই দল। যদিও কোনোটাই কাজে লাগাতে পারেনি।

রিয়ালের পরের ম্যাচটাও প্রতিপক্ষের মাঠে। আগামী শুক্রবার আনচেলত্তির দলকে আতিথ্য দেবে সেল্টা ভিগো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

জকসুতে স্বতন্ত্র হিসেবে জিএস পদে লড়বেন বাঁধন সভাপতি মাবুদা

‘মব ভায়োলেন্স’ নিয়ে সতর্ক করলেন মির্জা ফখরুল

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

কারচুপির অভিযোগে মিস ইউনিভার্সের ২ বিচারকের পদত্যাগ

মুরগি চুরি নিয়ে বিরোধের ৯ দিন পর আরও এক স্কুলছাত্রের মৃত্যু

ডেলিভারির ফাঁকে মেয়েকে পড়াচ্ছিলেন বাবা, ভিডিও ভাইরাল

একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় মামলা

মানবপাচারকারী ফখরুলের পক্ষে সাফাই  / সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত সভা শেষ করলেন আয়োজকরা

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

১২

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৩

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

১৪

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

১৫

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

১৬

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

১৭

ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৬ জনের

১৮

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

১৯

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

২০
X