সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়রকে বরণ করে নিয়েছে আল হিলাল। বর্ণাঢ্য এক আয়োজনে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিলেও মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান তারকার। তবে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদই দিলেন আল হিলাল কোচ জর্জ জেসুস।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বরণের দিনে জয়ের দেখা পায়নি আল হিলাল। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফায়হার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে নেইমারের দল। তবে এসব ছাপিয়ে আল হিলাল কোচ জানিয়েছেন, এখনই মাঠে নামার জন্য ফিট নন নেইমার।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার চোট নিয়েই হাজির হয়েছেন সৌদির ক্লাব আল হিলালে। আপাতত পুনঃর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। শুধু সৌদিতে অভিষেক নয় বরং বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সিতেও তাকে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আল হিলাল কোচ।
সংবাদ সম্মেলনে জেসুস নাভাস জানিয়েছেন, ‘এখনই আল হিলালের হয়ে ম্যাচ খেলার জন্য ফিট নন ব্রাজিলিয়ান তারকা। তিনি চোট নিয়েই এসেছে সৌদিতে। মাংসপেশীর ইনজুরিতে ভুগছেন নেইমার। তবে আমি জানি না ঠিক কবে নাগাদ সে খেলায় ফিরবে। এমনকি ব্রাজিল দলেও যোগ দেওয়া বা তাদের সঙ্গে ভ্রমণ করা উচিত হবে না।’
অবশ্য ইনজুরি থেকে ফিরে কিছুদিন আগেই পিএসজির হয়ে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন নেইমার। সেখানে জোড়া গোলও করেন ব্রাজিলিয়ান তারকা। এরপরই রেকর্ড চুক্তিতে পাড়ি দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে।
আল হিলাল মেডিকেল বোর্ডের ধারণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মাঠে ফিরতে পারেন নেইমার। সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে অভিষেক হবে ব্রাজিলিয়ান সুপারস্টারের।
মন্তব্য করুন