স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের বাবাকে হত্যার হুমকি!

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে বিবেচিত বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল যখন স্পেনের জাতীয় দলকে বেছে নিলেন, তখন সেটি শুধুই একটি ফুটবলীয় সিদ্ধান্ত ছিল না—এর পেছনে ছিল রাজনৈতিক ও পারিবারিক চাপের জটিল এক কাহিনি। প্রাক্তন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান আলবার্ট লুকে দাবি করেছেন, ইয়ামালের বাবা নাকি হত্যার হুমকি পেয়েছিলেন, শুধুমাত্র তার ছেলের স্পেনকে বেছে নেওয়ার সিদ্ধান্তের কারণে!

মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন ইয়ামাল। ২০২৩ সালের সেপ্টেম্বরে লা রোহা-র হয়ে অভিষেক হওয়া এই বিস্ময়কর প্রতিভা জন্মসূত্রে মরক্কোর নাগরিকত্বও পেতেন, কেননা তার বাবা মরক্কান। কিন্তু ছোটবেলা থেকেই বার্সেলোনার উপকণ্ঠে বেড়ে ওঠা ইয়ামাল স্পেনের হয়ে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

লুকে দাবি করেছেন, মরক্কোর সরকার ও তাদের জাতীয় দলের কোচ ইয়ামালকে দলে ভেড়ানোর জন্য তার পরিবারের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল।

‘এটি মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না,’ স্প্যানিশ রেডিও ক্যাডেনা সের-এ দেওয়া এক সাক্ষাৎকারে লুকে বলেন। ‘মরক্কোর কোচ তার পরিবারকে বোঝাতে গিয়েছিলেন, এমনকি মরক্কোর সরকারও তাকে দলে টানার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ইয়ামাল নিজেই আমাকে বলেছিল, ‘আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হতে চাই। আমাকে চারদিক থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি স্পেনের হয়েই খেলব।’

তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে ইয়ামালের বাবাকে নিয়ে। আলবার্ট লুকে জানান, ‘ইয়ামালের বাবা আমাকে বলেছিলেন, 'মরক্কোতে আমাকে মেরে ফেলা হবে।' তিনি এমন কিছু কথা বলেছেন, যা প্রকাশ করাটা বোধহয় ঠিক হবে না।’

মরক্কোর জনগণের একটি অংশ বিশ্বাস করে, ইয়ামালের মতো প্রতিভার মরক্কোর হয়ে খেলা উচিত ছিল। কিন্তু ইয়ামাল নিজে জন্ম থেকেই স্পেনে বেড়ে উঠেছেন এবং সেখানে ফুটবলীয় পরিচর্যা পেয়েছেন। তবুও এই সিদ্ধান্তে তার বাবার জীবন বিপদের মুখে পড়বে, এমন তথ্য নিঃসন্দেহে বিস্ময়কর!

এত বিতর্কের পরও ইয়ামাল এখন স্পেনের জাতীয় দলে অপরিহার্য সদস্য। তিনি নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগেই শুরুর একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগে লা লিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে মাঠে নামতে হবে।

বার্সা আজ ওসাসুনার মুখোমুখি হবে, এরপর বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ ও তারপর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচ।

ফুটবল বরাবরই মাঠের খেলা থাকেনি, বরং কখনো কখনো এটি হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। লামিন ইয়ামালের জাতীয় দল নির্বাচন সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। যখন একজন তরুণ প্রতিভাকে শুধুমাত্র একটি দেশকে বেছে নেওয়ার কারণে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তখন সেটি ফুটবলীয় সিদ্ধান্তের বাইরেও এক নতুন মাত্রা তৈরি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জেলার নামে হচ্ছে নতুন বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

বিসিবি নির্বাচনে মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

ঝাড়ু হাতে নিজেই রাস্তা পরিষ্কারে নামলেন ডিসি সারোয়ার

বিএনপি গণতন্ত্র ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : মহসীন হোসাইন

এমসিসিআইর অনুষ্ঠানে পরামর্শক কমিটির সদস্য / ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ হলে ভয়ংকর পরিস্থিতি হবে

হঠাৎ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠালো ইরান

গণতান্ত্রিক শক্তি এক না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান

কোটিপতি হওয়ায় রাগ করে নিজের কোম্পানি দান করে দেন উদ্যোক্তা!

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুর হাতে খুন 

১০

শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান : মাহবুবুর রহমান  

১১

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎ সন্ধ্যা

১২

ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল

১৩

ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

১৪

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

১৫

চীনে চড়া দামে বিক্রি হচ্ছে হাতের কাটা নখ, রহস্য কী জেনে নিন

১৬

দুর্গাপূজা উপলক্ষে তুরাগে শতাধিক হিন্দু পরিবারকে তারেক রহমানের উপহার

১৭

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

১৮

কোটের হাতাতে এই অতিরিক্ত বোতাম কেন থাকে, আসল রহস্য জেনে নিন

১৯

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

২০
X